পঁচিশ তারিখ মধ্যরাতে
পঁচিশ তারিখ মধ্যরাতে
সাইয়িদ রফিকুল হক
পঁচিশ তারিখ মধ্যরাতে
পাকসেনারা নামলো খুনে,
মারলো মানুষ নির্বিচারে
হাজার-হাজার গুনে-গুনে।
মানুষরূপী হায়না হয়ে
পাকবাহিনী চালায় গুলি,
একরাতে যে উড়ে গেল
লক্ষজনের মাথার খুলি!
নির্বিচারে মানুষ মেরে
হায়না হাসে দিনে-রাতে,
বাঁচার জন্য রুখে দাঁড়ায়
বীর-বাঙালি অস্ত্রহাতে।
পঁচিশ তারিখ মধ্যরাতে
হায়না নামে বাংলাদেশে,
মুক্তিসেনা উঠলো জেগে
অস্ত্রহাতে বীরের বেশে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
পঁচিশ তারিখ মধ্যরাতে
পাকসেনারা নামলো খুনে,
মারলো মানুষ নির্বিচারে
হাজার-হাজার গুনে-গুনে।
মানুষরূপী হায়না হয়ে
পাকবাহিনী চালায় গুলি,
একরাতে যে উড়ে গেল
লক্ষজনের মাথার খুলি!
নির্বিচারে মানুষ মেরে
হায়না হাসে দিনে-রাতে,
বাঁচার জন্য রুখে দাঁড়ায়
বীর-বাঙালি অস্ত্রহাতে।
পঁচিশ তারিখ মধ্যরাতে
হায়না নামে বাংলাদেশে,
মুক্তিসেনা উঠলো জেগে
অস্ত্রহাতে বীরের বেশে।
সাইয়িদ রফিকুল হক
২৪/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৫/০৩/২০১৮অপূর্ব
-
নৃ মাসুদ রানা ২৪/০৩/২০১৮অনেক সুন্দর
-
Rabia Onti ২৪/০৩/২০১৮খুব ভাল
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৪/০৩/২০১৮ভাল