একটু ভালোবাসো
একটু ভালোবাসো
সাইয়িদ রফিকুল হক
হারিয়ে গেছ কেমন করে
মন যে তবু কাঁদে!
আর কতকাল ফেলবে তুমি
ভালোবাসার ফাঁদে?
মনের খবর মন না জানে
মনে ভীষণ ব্যাধি,
তোমার অভাব পূর্ণ হলে
আমি কি আর কাঁদি?
তবু তোমার পাই না দেখা
তোমার নাকি মানা,
ভালোবেসে তবু তোমায়
হলাম এবার ফানা!
সৃষ্টি কাঁদে তোমার আশায়
কোথায় তুমি আছো?
অনেক টাকা নাই বা দিলে
একটু ভালোবাসো।
সাইয়িদ রফিকুল হক
২২/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
হারিয়ে গেছ কেমন করে
মন যে তবু কাঁদে!
আর কতকাল ফেলবে তুমি
ভালোবাসার ফাঁদে?
মনের খবর মন না জানে
মনে ভীষণ ব্যাধি,
তোমার অভাব পূর্ণ হলে
আমি কি আর কাঁদি?
তবু তোমার পাই না দেখা
তোমার নাকি মানা,
ভালোবেসে তবু তোমায়
হলাম এবার ফানা!
সৃষ্টি কাঁদে তোমার আশায়
কোথায় তুমি আছো?
অনেক টাকা নাই বা দিলে
একটু ভালোবাসো।
সাইয়িদ রফিকুল হক
২২/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Rabia Onti ২৪/০৩/২০১৮বেশ ভাল
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২৩/০৩/২০১৮ভালো
-
কামরুজ্জামান সাদ ২৩/০৩/২০১৮সুন্দর।