আজব-খেলা
আজব-খেলা
সাইয়িদ রফিকুল হক
সত্য চিনি তবুও বলি না সত্য,
মিথ্যা দূরের তবুও সবাই মিথ্যার ভক্ত!
জগতে আজ চলছে ভীষণ আজব-খেলা,
সত্য ভুলে সবাই জমায় মিথ্যার মেলা!
কোনখানে আজ সত্য পেলো একটু আসন?
চারিদিকে দেখি শুধু মিথ্যার ভাষণ!
আজব-খেলা জমেছে তাই জগতজুড়ে,
মিথ্যা খাচ্ছে সবারই মন কুরে-কুরে!
সত্য আপন তবুও যে নাই সত্যের ভাত,
মিথ্যাবাদী পুরস্কারে, সত্যবাদীর মাথায় হাত!
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
সত্য চিনি তবুও বলি না সত্য,
মিথ্যা দূরের তবুও সবাই মিথ্যার ভক্ত!
জগতে আজ চলছে ভীষণ আজব-খেলা,
সত্য ভুলে সবাই জমায় মিথ্যার মেলা!
কোনখানে আজ সত্য পেলো একটু আসন?
চারিদিকে দেখি শুধু মিথ্যার ভাষণ!
আজব-খেলা জমেছে তাই জগতজুড়ে,
মিথ্যা খাচ্ছে সবারই মন কুরে-কুরে!
সত্য আপন তবুও যে নাই সত্যের ভাত,
মিথ্যাবাদী পুরস্কারে, সত্যবাদীর মাথায় হাত!
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ২২/০৩/২০১৮সত্যের জয় হোক।
-
মোহাম্মদ রোকনুজ্জামান রীপন ২২/০৩/২০১৮খুব সুন্দর
-
রেজাউল রেজা (নীরব কবি) ২১/০৩/২০১৮Sundor.!