মনের ভাষা
মনের ভাষা
সাইয়িদ রফিকুল হক
মনের ভাষা সহজ হয়তো,
চোখের ভাষা সহজ নয়তো!
অর্ধেক পড়ি অর্ধেক ভুলি,
তুমি যেন কেমন করে
তাকাও শুধু চোখ তুলি!
তোমার মনের এক গহীনে,
কী কথা যে ভাসে শুধু
দিনে-রাতে সংগোপনে!
চোখে তোমার ঝরে যেন
হাজাররকম অদ্ভুত ভাষা,
বুঝি নাতো সবকিছু তার
মেটে নাকো মনের আশা!
সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মনের ভাষা সহজ হয়তো,
চোখের ভাষা সহজ নয়তো!
অর্ধেক পড়ি অর্ধেক ভুলি,
তুমি যেন কেমন করে
তাকাও শুধু চোখ তুলি!
তোমার মনের এক গহীনে,
কী কথা যে ভাসে শুধু
দিনে-রাতে সংগোপনে!
চোখে তোমার ঝরে যেন
হাজাররকম অদ্ভুত ভাষা,
বুঝি নাতো সবকিছু তার
মেটে নাকো মনের আশা!
সাইয়িদ রফিকুল হক
২০/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ রুমান ২২/০৩/২০১৮অসাধারণ
-
মোঃ ফাহাদ আলী ২১/০৩/২০১৮মনের ভাষা বোঝা বড় দায়।
-
রেজাউল রেজা (নীরব কবি) ২১/০৩/২০১৮অসাধারণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২০/০৩/২০১৮দারুন
-
Tanju H ২০/০৩/২০১৮অসাধারন কবিতা।