বন্ধু তোমার নামটি জানি
বন্ধু তোমার নামটি জানি
সাইয়িদ রফিকুল হক
তোমাকে চিনি না তবু তুমি হলে
চিরকাছের শুধু,
জীবন ফুরালে তুমিই সবার আপন বন্ধু!
আজ সবকিছু যেন আলোকিত,
তোমার ছোঁয়ায় হঠাৎ সবই
হবে যে লুপ্ত!
ভালো লাগে আজ অনেককিছু,
ছুটে চলি তাই অজানার পিছু!
স্বার্থের বোঝা খামচে ধরতে
কেউ তো করি না একটুখানি দেরি,
একদিন সব দুমড়েমুচড়ে হবে জীবনের
শেষ-প্রভাতফেরি!
বন্ধু তোমার নামটি জেনেছি ভয়াল মৃত্যু,
জেনে গেছি সব, এখন আর নই তো ভীতু।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
তোমাকে চিনি না তবু তুমি হলে
চিরকাছের শুধু,
জীবন ফুরালে তুমিই সবার আপন বন্ধু!
আজ সবকিছু যেন আলোকিত,
তোমার ছোঁয়ায় হঠাৎ সবই
হবে যে লুপ্ত!
ভালো লাগে আজ অনেককিছু,
ছুটে চলি তাই অজানার পিছু!
স্বার্থের বোঝা খামচে ধরতে
কেউ তো করি না একটুখানি দেরি,
একদিন সব দুমড়েমুচড়ে হবে জীবনের
শেষ-প্রভাতফেরি!
বন্ধু তোমার নামটি জেনেছি ভয়াল মৃত্যু,
জেনে গেছি সব, এখন আর নই তো ভীতু।
সাইয়িদ রফিকুল হক
১৪/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ১৫/০৩/২০১৮ভালোই
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৫/০৩/২০১৮সাহসের যোগসূত্র হোক ঈমানের সাথে ।
বেশ ভাবনার সুন্দর প্রয়াস । -
মো : আবুল হোসেন ১৫/০৩/২০১৮চমৎকার!
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ১৫/০৩/২০১৮সুন্দর
-
সাঁঝের তারা ১৪/০৩/২০১৮অপূর্ব