মনের মানুষ
মনের মানুষ
সাইয়িদ রফিকুল হক
চোখের কাজল হতে বলিনি
মুছে যাবে বলে,
খোঁপার ফুলও হতে বলিনি
বাসি হবে বলে!
হাতের কাঁকন করে রাখিনি
হারাবে অকালে।
তোমাকে ভেবেছি এই জীবনে
শুধু একজন মনের মানুষ,
বহুসাধনার সেই সে তুমি
দূরে যেয়ো নাকো বড় ভুল করে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
চোখের কাজল হতে বলিনি
মুছে যাবে বলে,
খোঁপার ফুলও হতে বলিনি
বাসি হবে বলে!
হাতের কাঁকন করে রাখিনি
হারাবে অকালে।
তোমাকে ভেবেছি এই জীবনে
শুধু একজন মনের মানুষ,
বহুসাধনার সেই সে তুমি
দূরে যেয়ো নাকো বড় ভুল করে।
সাইয়িদ রফিকুল হক
১১/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আনাস খান ১২/০৩/২০১৮nice
-
পি পি আলী আকবর ১২/০৩/২০১৮দারুণ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১১/০৩/২০১৮অসাধারণ
-
সুজয় সরকার ১১/০৩/২০১৮চমৎকার