শিরোনামহীন
শিরোনামহীন
সাইয়িদ রফিকুল হক
শুকনোপাতার কান্না শুনে
থেমে গেল বৃষ্টি,
কোথায় যেন গোলমাল হচ্ছে
আটকে গেছে সৃষ্টি।
আগুনশিখায় পুড়ছে সবই
দেখছি শুধু ছাই,
স্বার্থঝোলা হাতে নিয়ে
লাভটা সবার চাই!
বড়-বড় কথা বলার
লোক যে এখন বেশি,
শুকনোপাতা পোড়ায় আজকে
আগুনশিখার পেশী।
সাইয়িদ রফিকুল হক
১০/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শুকনোপাতার কান্না শুনে
থেমে গেল বৃষ্টি,
কোথায় যেন গোলমাল হচ্ছে
আটকে গেছে সৃষ্টি।
আগুনশিখায় পুড়ছে সবই
দেখছি শুধু ছাই,
স্বার্থঝোলা হাতে নিয়ে
লাভটা সবার চাই!
বড়-বড় কথা বলার
লোক যে এখন বেশি,
শুকনোপাতা পোড়ায় আজকে
আগুনশিখার পেশী।
সাইয়িদ রফিকুল হক
১০/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ১১/০৩/২০১৮যথাযথ সময় চিত্র
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১১/০৩/২০১৮চমৎকার উপস্থাপন ।
-
এম ডি সবুজ ১১/০৩/২০১৮বেশ লেগেছে
-
রেজাউল রেজা (নীরব কবি) ১০/০৩/২০১৮ভাল লাগল।