মুখের হাসিটুকু
মুখের হাসিটুকু
সাইয়িদ রফিকুল হক
মুখের হাসিটুকু রাখনি তো ধরে,
তোমাকে ভালোবাসি আজ কেমন করে।
সেই মধুর হাসি কোথায় গেল ভেসে!
আগের মতো তুমি ওঠো নাতো হেসে।
কত যে বসন্ত চলে গেল নীরবে,
তবু বন্ধু তুমি হাসলে না সরবে!
ফুটে উঠুক আজ মধুময় মুখের মধুময় হাসি,
মোহনমধুর রূপ দেখুক আবার জগতবাসী।
তোমার রূপে যেন মুগ্ধ হয় গো বিশ্বধরাধাম,
ওই মধুরতম রূপটি দেখে যে হৃদয়ে আমার
লিখবো তোমার নাম।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মুখের হাসিটুকু রাখনি তো ধরে,
তোমাকে ভালোবাসি আজ কেমন করে।
সেই মধুর হাসি কোথায় গেল ভেসে!
আগের মতো তুমি ওঠো নাতো হেসে।
কত যে বসন্ত চলে গেল নীরবে,
তবু বন্ধু তুমি হাসলে না সরবে!
ফুটে উঠুক আজ মধুময় মুখের মধুময় হাসি,
মোহনমধুর রূপ দেখুক আবার জগতবাসী।
তোমার রূপে যেন মুগ্ধ হয় গো বিশ্বধরাধাম,
ওই মধুরতম রূপটি দেখে যে হৃদয়ে আমার
লিখবো তোমার নাম।
সাইয়িদ রফিকুল হক
০৬/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ আকরাম খাঁন (গোলাপ) ০৮/০৩/২০১৮চমৎকার
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৮/০৩/২০১৮খুব ভাল লাগল!
-
হুসাইন দিলাওয়ার ০৭/০৩/২০১৮সুন্দর...
-
মল্লিকা রায় ০৬/০৩/২০১৮দারুণ লাগলো লেখা । শুভকামনা সতত।