প্রতিরোধের ফাগুন জ্বালাও
প্রতিরোধের ফাগুন জ্বালাও
সাইয়িদ রফিকুল হক
চোখে তোমার জ্বলছে দেখি
কালকামনার আগুন,
নিভাও সবই বুদ্ধিজলে
জাগাও বুকে ফাগুন।
মনকে কর বিবেক-অস্ত্রে
ভীষণরকম ক্ষুরধার,
তোমার পণে মিটে যাবে
এই দুনিয়ার অবিচার।
কালকামনার আগুন নিভাও
দেশের কথা ভেবে,
প্রতিরোধের ফাগুন জ্বালাও
আজকে সকল জীবে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
চোখে তোমার জ্বলছে দেখি
কালকামনার আগুন,
নিভাও সবই বুদ্ধিজলে
জাগাও বুকে ফাগুন।
মনকে কর বিবেক-অস্ত্রে
ভীষণরকম ক্ষুরধার,
তোমার পণে মিটে যাবে
এই দুনিয়ার অবিচার।
কালকামনার আগুন নিভাও
দেশের কথা ভেবে,
প্রতিরোধের ফাগুন জ্বালাও
আজকে সকল জীবে।
সাইয়িদ রফিকুল হক
০৫/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
জসিম মাহমুদ ০৬/০৩/২০১৮অন্ত্যমিল এবং মাত্রাগত ত্রুটি দূর করলে লেখাটা আরো ভালো হবে।
-
কামরুজ্জামান সাদ ০৬/০৩/২০১৮অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
-
দীপঙ্কর বেরা ০৫/০৩/২০১৮খুব সুন্দর
-
আমীন রুহুল ০৫/০৩/২০১৮good