জীবনের সুখ
জীবনের সুখ
সাইয়িদ রফিকুল হক
জীবনের সুখ ডুবে যাচ্ছে মুহূর্তে,
দুঃখগুলো ভেসে থাকে মর্তে।
সুখসমূহ মরে যাচ্ছে প্রতিনিয়ত,
দুঃখভাণ্ডার জন্ম নিচ্ছে অবিরত।
জগতে আজ চলছে যেন
সুখবিনাশের খেলা,
দুঃখসাগর সাঁতরে উঠে
কে জমাবে ভালোবাসার মেলা?
জীবনের সুখ ডুবে যাচ্ছে চারিদিকে,
দুঃখসাঁতরে থাকতে হবে এখন টিকে।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
জীবনের সুখ ডুবে যাচ্ছে মুহূর্তে,
দুঃখগুলো ভেসে থাকে মর্তে।
সুখসমূহ মরে যাচ্ছে প্রতিনিয়ত,
দুঃখভাণ্ডার জন্ম নিচ্ছে অবিরত।
জগতে আজ চলছে যেন
সুখবিনাশের খেলা,
দুঃখসাগর সাঁতরে উঠে
কে জমাবে ভালোবাসার মেলা?
জীবনের সুখ ডুবে যাচ্ছে চারিদিকে,
দুঃখসাঁতরে থাকতে হবে এখন টিকে।
সাইয়িদ রফিকুল হক
০৩/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৮/০৪/২০১৮সত্যের বানী।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ০৫/০৩/২০১৮সুন্দর কবিতা পড়লাম ।
ভাল লাগলো ।
ভাল থাকুন সবসময় । -
রেজাউল রেজা (নীরব কবি) ০৫/০৩/২০১৮রূপের ঝলক
---রেজাউল রেজা---
-----------------------------------
লাল শাড়িটা পড়ছো তুমি
কপালের টিপ কালো,
দেখতে যেমন পূর্ণিমার চাঁদ
আঁধার ঘরের আলো।
দুধে-আলতা বরণ তোমার
গালে পরে টোল।
হার মেনে যায় ঐশ্বরিয়া,
দীপিকা-কাজল।
নীল চোখের ঐ চাহনিতে,
পাগল করে ফেলো।
তোমার রূপের ঝলক লেগে,
দিলটা পুড়ে গেল।
কি করে আর ভূলব তোমায়?
বলনা তুমিই বল!
তুমি আমার পূর্ণিমার চাঁদ,
আঁধার ঘরের আলো।