জীবনের দাম কমে গেছে
জীবনের দাম কমে গেছে
সাইয়িদ রফিকুল হক
জীবনের দাম কমে গেছে
আজ জীবনের কাছে,
টাকাপয়সার পৃথিবীতে
এই মানুষের কী মূল্য আছে?
সবখানে তাই দেখছি শুধু
ভীষণরকম ছলচাতুরী,
কোথায় পাবো আজকে খুঁজে
এই মানুষের মনমাধুরী?
জীবনের দাম কমে গেছে
আজ মানুষের পৃথিবীতে,
আবার কবে ভরে উঠবে
এই পৃথিবী সম্প্রীতিতে?
সাইয়িদ রফিকুল হক
০১/০৩/২০১৮
সাইয়িদ রফিকুল হক
জীবনের দাম কমে গেছে
আজ জীবনের কাছে,
টাকাপয়সার পৃথিবীতে
এই মানুষের কী মূল্য আছে?
সবখানে তাই দেখছি শুধু
ভীষণরকম ছলচাতুরী,
কোথায় পাবো আজকে খুঁজে
এই মানুষের মনমাধুরী?
জীবনের দাম কমে গেছে
আজ মানুষের পৃথিবীতে,
আবার কবে ভরে উঠবে
এই পৃথিবী সম্প্রীতিতে?
সাইয়িদ রফিকুল হক
০১/০৩/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০১/০৩/২০১৮ঠিক বলেছেন প্রিয়। আওসলেই কমে গেছে
-
রেজাউল রেজা (নীরব কবি) ০১/০৩/২০১৮Right