মানুষ কোথায়
মানুষ কোথায়?
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভেসে গেছে বুক,
দুখঅনলে পুড়ে গেছে মুখ!
স্বপ্ন তোমার মুছে গেছে কষ্টে,
সবখানে আজ আঘাত হানছে নষ্টে!
জীবনতরী ঠেকেছে তাই বালুচরে,
কেমনে ফিরবে নিঃস্ব তুমি ঘরে!
বুকের কষ্ট কেউ দেখে না আজকাল,
সবখানেতে চলছে যেন ঘোর কলিকাল!
চোখের জলে ভেসে যাচ্ছে তোমার বুক,
তবুও দেখি হাসি-হাসি আজকে সবার মুখ!
মানুষ কোথায়? তোমার চোখের পানি মুছতে,
সবাই এখন ব্যস্ত বেশি নিজের লাভটা খুঁজতে।
সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভেসে গেছে বুক,
দুখঅনলে পুড়ে গেছে মুখ!
স্বপ্ন তোমার মুছে গেছে কষ্টে,
সবখানে আজ আঘাত হানছে নষ্টে!
জীবনতরী ঠেকেছে তাই বালুচরে,
কেমনে ফিরবে নিঃস্ব তুমি ঘরে!
বুকের কষ্ট কেউ দেখে না আজকাল,
সবখানেতে চলছে যেন ঘোর কলিকাল!
চোখের জলে ভেসে যাচ্ছে তোমার বুক,
তবুও দেখি হাসি-হাসি আজকে সবার মুখ!
মানুষ কোথায়? তোমার চোখের পানি মুছতে,
সবাই এখন ব্যস্ত বেশি নিজের লাভটা খুঁজতে।
সাইয়িদ রফিকুল হক
২৫/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৬/০২/২০১৮ভাল লেগেছে।
-
সুজয় সরকার ২৫/০২/২০১৮বেশ ভালো লাগলো
-
Tanju H ২৫/০২/২০১৮অসাধারন।
-
মোঃআরাফাত হোসাইন ২৫/০২/২০১৮wow
-
নুরনবী সরকার ২৫/০২/২০১৮পড়লাম! খুবই ভালো লাগলো।