রক্তদামে বাংলা কিনে
রক্তদামে বাংলা কিনে
সাইয়িদ রফিকুল হক
রক্তদামে বাংলা কিনে
করছি কীসের বড়াই,
বাংলা আমার বাঁচার জন্য
করছে আজও লড়াই।
বাংলা ছেড়ে সবাই এখন
করছে রঙিন মুখ,
নিজের ভাষা ভুলে গিয়ে
পাবে কোনো সুখ?
পাশের বাসার আন্টি তোমার
হচ্ছে এখন মাতা,
নিজের মা যে মরছে কেঁদে
ডাকিস কেন যা-তা?
বাংলা-মায়ের মধুর ভাষা
থাকিস কেন ভুলে?
বাংলা তোকে ভালোবাসে
দেখ না হৃদয় খুলে।
নিজের ভাষা ভুলিস নারে
ডাকিস নারে আন্টি,
বাংলা ভুলে কোথায় যাবি
বাংলা-মায়ের বান্টি?
রক্তদামে বাংলা কিনে
করছি কাদের সেবা,
ভিনদেশী ওই ভাষাগুলো
আপন হবে কে-বা?
সাইয়িদ রফিকুল হক
২০/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
রক্তদামে বাংলা কিনে
করছি কীসের বড়াই,
বাংলা আমার বাঁচার জন্য
করছে আজও লড়াই।
বাংলা ছেড়ে সবাই এখন
করছে রঙিন মুখ,
নিজের ভাষা ভুলে গিয়ে
পাবে কোনো সুখ?
পাশের বাসার আন্টি তোমার
হচ্ছে এখন মাতা,
নিজের মা যে মরছে কেঁদে
ডাকিস কেন যা-তা?
বাংলা-মায়ের মধুর ভাষা
থাকিস কেন ভুলে?
বাংলা তোকে ভালোবাসে
দেখ না হৃদয় খুলে।
নিজের ভাষা ভুলিস নারে
ডাকিস নারে আন্টি,
বাংলা ভুলে কোথায় যাবি
বাংলা-মায়ের বান্টি?
রক্তদামে বাংলা কিনে
করছি কাদের সেবা,
ভিনদেশী ওই ভাষাগুলো
আপন হবে কে-বা?
সাইয়িদ রফিকুল হক
২০/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ২১/০২/২০১৮ভালো
-
মধু মঙ্গল সিনহা ২০/০২/২০১৮মজাদার!আন্তরিক ধন্যবাদ প্রিয় কবি.....
-
পি পি আলী আকবর ২০/০২/২০১৮ভালো