www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

ফাল্গুন ফিরে আসে

ফাল্গুন ফিরে আসে
সাইয়িদ রফিকুল হক

নবফাল্গুন ফিরে আসে বীর-উল্লাসে
এখনও যে এই পৃথিবীর যৌবন আছে,
নবফাল্গুন ফিরে আসে বারেবারে হাসিমুখে
এখনও তাই এই পৃথিবীর সব মানুষের কাছে।
হৃদয়-মাঝে আজকে দেখি নতুন হাসির বান,
বিশ্বের বুকে এই ফাল্গুনে জাগলো নতুন প্রাণ।
শিমুল-পলাশ রক্তরঙে জেগে আছে সারাক্ষণ,
আশার বার্তা শুনিয়ে দেয় কৃষ্ণচূড়ার রক্তবন।
জরাজীর্ণ যাচ্ছে ঝরে বিপুল রঙের আবাহনে,
ভালোবাসার জ্বলছে মশাল সবার রঙিন মনে।
ফুলের কাছে চাইছে বুঝি সবাই এখন ভালোবাসা,
সবার বুকে নবকল্লোল জাগায় দেখি রূপজীবনের আশা।
নবফাল্গুন ফিরে আসে বাংলার সকল বৃক্ষশাখায়,
ভালোবাসার মুকুট ওঠে এই ফাল্গুনে বাংলা-মায়ের মাথায়।
ফাল্গুন-মাসে সবজীবনে নতুন আশায় জোয়ার যেন জাগে,
শুকনো মনে পলাশ-রঙে হাসি ফোটে নব-নব অনুরাগে।
এসো-এসো, আজকে সবাই সবুজ-বাংলার নীলআকাশের কোলে,
চেয়ে দেখ চারিপাশে আজকে শুধু যৌবনরঙে ফাল্গুন দোলে।


সাইয়িদ রফিকুল হক
১৩/০২/২০১৮
পহেলা ফাল্গুন, ২৪২৪ বঙ্গাব্দ।
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৭৮৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৮/০২/২০১৮

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast