আমাকে ভালোবেসো না
আমাকে ভালোবেসো না
সাইয়িদ রফিকুল হক
আমাকে ভালোবেসো না,
জান তো ভালোবাসা সয় না আমার।
আমাকে ঘৃণা কোরো, খুব ঘৃণা,
ঘৃণার আগুনেই না-হয় আমাকে ঝলসে দাও।
তবুও তোমাদের এই ছলনার চেয়ে ঘৃণা ভালো,
এখন যে আমার ঘৃণা বড় ভালো লাগে।
ভালোবাসায় আজ জমেছে অনেক খাদ,
সবখানে এখন শুধু ছলনার মায়াজাল!
তোমাদের ছলনা এখন দেখি একেবারে নিখাদ,
আর ভেজাল শুধু তোমাদের এই ভালোবাসায়!
এখন তোমাদের এই ছলনার চেয়ে ঘৃণা ভালো লাগে।
আমাকে ভালোবেসো না,
ইউরোপে যাওয়া এখনও ঠিক হয়নি আমার,
পাসপোর্টে সিল লাগেনি আমার আমেরিকা যাওয়ার,
অস্ট্রেলিয়া-কানাডা যাওয়ার ভিসা পাইনি এখনও,
সাধারণ মানুষ, আর খুব সাধারণ আমি একজন,
এখনও পারিনি সরকারি চাকরি একটা জোটাতে!
আমাকে ঘৃণা করো, পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা,
তৃতীয় বিশ্বের খুব অভাবী মানুষ একজন আমি,
আমার নাই বাড়ি, আমার নাই গাড়ি,
আমার নাই টাকা, তবুও আমি আজ তোমাদের সমাজে
খুব সাহস করে ভালোবাসার কথা বলি মুখে!
মানুষের সারিতে হয়তো আমি দাঁড়াতে পারি না,
আমার কি তোমাকে ভালোবাসা আজ মানায়?
আমাকে ভালোবেসো না,
আমাকে ঘৃণা কোরো, খুব ঘৃণা করো, খুব ঘৃণা করো,
এখন যে আমার এই পৃথিবীতে ঘৃণা সবচেয়ে ভালো লাগে।
সাইয়িদ রফিকুল হক
১৬/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
আমাকে ভালোবেসো না,
জান তো ভালোবাসা সয় না আমার।
আমাকে ঘৃণা কোরো, খুব ঘৃণা,
ঘৃণার আগুনেই না-হয় আমাকে ঝলসে দাও।
তবুও তোমাদের এই ছলনার চেয়ে ঘৃণা ভালো,
এখন যে আমার ঘৃণা বড় ভালো লাগে।
ভালোবাসায় আজ জমেছে অনেক খাদ,
সবখানে এখন শুধু ছলনার মায়াজাল!
তোমাদের ছলনা এখন দেখি একেবারে নিখাদ,
আর ভেজাল শুধু তোমাদের এই ভালোবাসায়!
এখন তোমাদের এই ছলনার চেয়ে ঘৃণা ভালো লাগে।
আমাকে ভালোবেসো না,
ইউরোপে যাওয়া এখনও ঠিক হয়নি আমার,
পাসপোর্টে সিল লাগেনি আমার আমেরিকা যাওয়ার,
অস্ট্রেলিয়া-কানাডা যাওয়ার ভিসা পাইনি এখনও,
সাধারণ মানুষ, আর খুব সাধারণ আমি একজন,
এখনও পারিনি সরকারি চাকরি একটা জোটাতে!
আমাকে ঘৃণা করো, পৃথিবীর সবচেয়ে বেশি ঘৃণা,
তৃতীয় বিশ্বের খুব অভাবী মানুষ একজন আমি,
আমার নাই বাড়ি, আমার নাই গাড়ি,
আমার নাই টাকা, তবুও আমি আজ তোমাদের সমাজে
খুব সাহস করে ভালোবাসার কথা বলি মুখে!
মানুষের সারিতে হয়তো আমি দাঁড়াতে পারি না,
আমার কি তোমাকে ভালোবাসা আজ মানায়?
আমাকে ভালোবেসো না,
আমাকে ঘৃণা কোরো, খুব ঘৃণা করো, খুব ঘৃণা করো,
এখন যে আমার এই পৃথিবীতে ঘৃণা সবচেয়ে ভালো লাগে।
সাইয়িদ রফিকুল হক
১৬/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মো : আবুল হোসেন ১৬/০২/২০১৮ভালোলাগা রেখে গেলাম।
-
কামরুজ্জামান সাদ ১৬/০২/২০১৮ভালবাসা না পেলে বুঝি ঘৃণাজীবী হতে হয়!