ভালোবাসার মূল্য
ভালোবাসার মূল্য
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার মূল্য বেশি
ভালোবাসা নয়তো কোনো
রক্তচোষা-এলোকেশী।
তবুও দেখি সবাই যেন
ভালোবাসার ভয়ে এখন
হচ্ছে ভীষণ জড়সড়,
মানুষজনে বোঝে নাতো
এই জীবনে ভালোবাসা
দীনদুনিয়ার সবচে বড়।
তবুও মানুষ আঁতকে উঠে
ভালোবাসার ভয়ে পালায়,
ভালোবাসা হারিয়ে যায়
জীবনফুলের পাঠশালায়!
এত্তো ভালো ভালোবাসা
তাইতো চলে চুপিসারে,
আর বাধা নাই ব্যভিচারে
মানুষখুনের অভিসারে!
জীবনফুলটা ফুটবে কেমনে
ভালোবাসার এমনতর ময়দানে,
সবখানে যে বাধা শুধু
ভণ্ডসাধু-শয়তানে।
ভালোবাসার এতো মূল্য
আজকে তবুও বোঝে নাতো কেউ,
হৃদয়রাঙা ভালোবাসা
মানবে নাতো লোকনিন্দার ঢেউ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ভালোবাসার মূল্য বেশি
ভালোবাসা নয়তো কোনো
রক্তচোষা-এলোকেশী।
তবুও দেখি সবাই যেন
ভালোবাসার ভয়ে এখন
হচ্ছে ভীষণ জড়সড়,
মানুষজনে বোঝে নাতো
এই জীবনে ভালোবাসা
দীনদুনিয়ার সবচে বড়।
তবুও মানুষ আঁতকে উঠে
ভালোবাসার ভয়ে পালায়,
ভালোবাসা হারিয়ে যায়
জীবনফুলের পাঠশালায়!
এত্তো ভালো ভালোবাসা
তাইতো চলে চুপিসারে,
আর বাধা নাই ব্যভিচারে
মানুষখুনের অভিসারে!
জীবনফুলটা ফুটবে কেমনে
ভালোবাসার এমনতর ময়দানে,
সবখানে যে বাধা শুধু
ভণ্ডসাধু-শয়তানে।
ভালোবাসার এতো মূল্য
আজকে তবুও বোঝে নাতো কেউ,
হৃদয়রাঙা ভালোবাসা
মানবে নাতো লোকনিন্দার ঢেউ।
সাইয়িদ রফিকুল হক
১৪/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/০২/২০১৮বেশ ভালো
-
কামরুজ্জামান সাদ ১৫/০২/২০১৮বেশ!
-
ডঃ সুজিতকুমার বিশ্বাস ১৪/০২/২০১৮খুব ভালো।