জগতে সুখ নাই
জগতে সুখ নাই
সাইয়িদ রফিকুল হক
এই জগতে সুখ নাই,
সুখটা যেন পালিয়েছে কোথায়!
কষ্টের পাহাড় জমেছে আজ
গরিব-দুঃখীর নিঃস্ব মাথায়।
সুখ-সুখ করে পায় না তবুও
গরিবগুলো একটুখানি সুখ,
দিনের বেলা অন্ধকারে
ঢেকে যাচ্ছে তাই অভাবীর মুখ!
তবুও যেন সুখের আশায়
ঘুরছে এখন খুব অসহায় মানুষ,
তাদের বুকের পাঁজর ভেঙ্গে
সুখে ফাটে ধনীর ফানুস!
এই জগতে কোথাও কোনো সুখ নাই,
অথবা আজ সুখটা যেন শুধু ধনীর ঠাঁই।
সাইয়িদ রফিকুল হক
১২/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
এই জগতে সুখ নাই,
সুখটা যেন পালিয়েছে কোথায়!
কষ্টের পাহাড় জমেছে আজ
গরিব-দুঃখীর নিঃস্ব মাথায়।
সুখ-সুখ করে পায় না তবুও
গরিবগুলো একটুখানি সুখ,
দিনের বেলা অন্ধকারে
ঢেকে যাচ্ছে তাই অভাবীর মুখ!
তবুও যেন সুখের আশায়
ঘুরছে এখন খুব অসহায় মানুষ,
তাদের বুকের পাঁজর ভেঙ্গে
সুখে ফাটে ধনীর ফানুস!
এই জগতে কোথাও কোনো সুখ নাই,
অথবা আজ সুখটা যেন শুধু ধনীর ঠাঁই।
সাইয়িদ রফিকুল হক
১২/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ১৩/০২/২০১৮
-
কামরুজ্জামান সাদ ১৩/০২/২০১৮জগতে সুখের নিয়ম নেই
-
মধু মঙ্গল সিনহা ১২/০২/২০১৮বেশ ভালো লাগলো,ধন্যবাদ আপনাকে।
-
আরিফ নীরদ ১২/০২/২০১৮ভালো লেগেছে
-
কষ্টের ফেরিওলা ১২/০২/২০১৮বাস্তবিক কিছু কথা 👌 বেশ হয়েছে কবি
সুন্দর কবিতা।ভালো লাগল।