মৃত্যু
মৃত্যু
সাইয়িদ রফিকুল হক
শেষকথাটি এখনও যে বলা হয়নি,
গল্পলেখা এখনও যে শেষ হয়নি,
মনের কথা এখনও তো ফুরায়নি,
চোখের নেশা এখনও যে থামেনি,
হিসাবখাতা থামেনি তো জীবনের,
নেশাগেলাস এখনও যে পূর্ণ আছে,
ফুলগন্ধ এখনও যে নাকে আসছে,
আরও কত লোভের নেশা আগুনরূপে
জ্বলছে যেন চেতনারই বাতিঘরে,
টাকার নেশা এখনও যে পিছ ছাড়েনি,
মাটি কামড়ে আজও খেলি লোভের খেলা,
তবু বন্ধু কখন যেন তুমি দাঁড়ালে
আমার ঘরে হঠাৎ করে দুয়ার ঠেলে!
সাধ্য নাই তোমাকে আজ ঠেকাবো আমি,
সকল আশা থাকবে পড়ে ধুলার মতো,
তুমি বন্ধু নীরবে এসে করবে চিরনত!
সাইয়িদ রফিকুল হক
০৮/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শেষকথাটি এখনও যে বলা হয়নি,
গল্পলেখা এখনও যে শেষ হয়নি,
মনের কথা এখনও তো ফুরায়নি,
চোখের নেশা এখনও যে থামেনি,
হিসাবখাতা থামেনি তো জীবনের,
নেশাগেলাস এখনও যে পূর্ণ আছে,
ফুলগন্ধ এখনও যে নাকে আসছে,
আরও কত লোভের নেশা আগুনরূপে
জ্বলছে যেন চেতনারই বাতিঘরে,
টাকার নেশা এখনও যে পিছ ছাড়েনি,
মাটি কামড়ে আজও খেলি লোভের খেলা,
তবু বন্ধু কখন যেন তুমি দাঁড়ালে
আমার ঘরে হঠাৎ করে দুয়ার ঠেলে!
সাধ্য নাই তোমাকে আজ ঠেকাবো আমি,
সকল আশা থাকবে পড়ে ধুলার মতো,
তুমি বন্ধু নীরবে এসে করবে চিরনত!
সাইয়িদ রফিকুল হক
০৮/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রা-ফা ০৯/০২/২০১৮ভালছিল
-
পি পি আলী আকবর ০৯/০২/২০১৮ভালো হয়েছে
-
আব্দুল হক ০৮/০২/২০১৮Impressed
-
রা-ফা ০৮/০২/২০১৮valo chilo