সবখানে দূষণ
সবখানে দূষণ
সাইয়িদ রফিকুল হক
শব্দদূষণ হচ্ছে বেশি,
সবখানে যে দেখছি পেশী!
ভণ্ডগুলোর বাড়াবাড়ি,
আর ঘুষখোরদের কাড়াকাড়ি!
সমাজটাতে জমছে ব্যাধি,
রাজনীতিতে আজ তৈলমর্দন
আর যে ভীষণ বাদাবাদি!
ধর্মসাধুর জোব্বাজামায়
জমছে অনেক ময়লা,
চেষ্টা তুমি যতই করো
সাফ হবে না কয়লা!
চামচাগুলো মুখের জোরে
করছে ভীষণ পোদ্দারি,
সমাজশত্রু ভণ্ডগুলো
করছে এখন সর্দারি!
হাটে দূষণ, মাঠে দূষণ,
গঞ্জে দূষণ আরো,
গাঁওগেরামের মোড়লগুলো
দূষণ এবার ছাড়ো।
অফিস গেল রসাতলে
সবখানে যে দূষণ,
গরিবলোকের ভাগ্যমেরে
চলছে এখন শোষণ!
দূষণচাকায় ঘুরছে মানুষ
কোথায় পাবে শান্তি?
এমন কে সে, দূর করিবে
এই দুনিয়ার ভ্রান্তি।
সাইয়িদ রফিকুল হক
০৬/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শব্দদূষণ হচ্ছে বেশি,
সবখানে যে দেখছি পেশী!
ভণ্ডগুলোর বাড়াবাড়ি,
আর ঘুষখোরদের কাড়াকাড়ি!
সমাজটাতে জমছে ব্যাধি,
রাজনীতিতে আজ তৈলমর্দন
আর যে ভীষণ বাদাবাদি!
ধর্মসাধুর জোব্বাজামায়
জমছে অনেক ময়লা,
চেষ্টা তুমি যতই করো
সাফ হবে না কয়লা!
চামচাগুলো মুখের জোরে
করছে ভীষণ পোদ্দারি,
সমাজশত্রু ভণ্ডগুলো
করছে এখন সর্দারি!
হাটে দূষণ, মাঠে দূষণ,
গঞ্জে দূষণ আরো,
গাঁওগেরামের মোড়লগুলো
দূষণ এবার ছাড়ো।
অফিস গেল রসাতলে
সবখানে যে দূষণ,
গরিবলোকের ভাগ্যমেরে
চলছে এখন শোষণ!
দূষণচাকায় ঘুরছে মানুষ
কোথায় পাবে শান্তি?
এমন কে সে, দূর করিবে
এই দুনিয়ার ভ্রান্তি।
সাইয়িদ রফিকুল হক
০৬/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/০২/২০১৮ভি আই পি তন্ত্রী দূষণে প্রধান কারণ।
-
সভ্যচাষী সপ্তম ০৬/০২/২০১৮সুন্দর, সর্বত্র সুন্দর।।
উত্তরণের পথ কোথায়?
ফর্মূলা চাই।।
জানি, যখন দূষণ সর্বত্র ছড়িয়ে পড়েছে;
তখন চল কবি প্রাণের ছবি দূষণ পুনর্বাসনে বর্ণ যুদ্ধ করি ।।
ধন্যবাদ
ঘুণে ধরা সমাজ চিত্র চিত্রিত করার জন্য.. .... -
মো : আবুল হোসেন ০৬/০২/২০১৮আসলেই বাস্তব।
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৬/০২/২০১৮বাস্তবতা তুলে ধরেছেন প্রিয় কবি।শুভকামনা রইল সেইসাথে আমন্ত্রণ আমার পাতায়।ঘুরে আসবেন আশা করি।