শুকনা কথায়
শুকনা কথায়
সাইয়িদ রফিকুল হক
শুকনা কথায় ভিজবে নাতো চিড়ে,
ভুল আফসোসে সৌভাগ্যটা
পাবে না আর ফিরে।
চাপাবাজি করে-করে আসবে নাতো সুদিন,
ভণ্ডামিতে মুছবে কি তোর দুর্নাম-খেতাব চরিত্রহীন?
মনটা তোমার শুদ্ধ করো ঘুরবে ভাগ্যের চাকা,
নইলে দেখবে জীবন তোমার একেবারে ফাঁকা!
কাজের মধ্যে আছে যারা খুব সাধনায় নিয়োজিত,
জগত-সংসার তাদের গুণে চিরদিন যে বিমোহিত।
শুকনা কথায় ভিজবে নাতো জীবনযুদ্ধের চিড়ে,
জ্ঞানার্জনের পথটা ধরে আসতে হবে ফিরে।
কথায়-কথায় রাজা-উজির মেরে-মেরে
ভাগ্যাকাশে কেমনে আনবে সোনালি দিন?
এবার থেকে কাজের মানুষ হয়ে তুমি
দিনে-দিনে শোধ করবে তাই জাতির ঋণ।
সাইয়িদ রফিকুল হক
০৪/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
শুকনা কথায় ভিজবে নাতো চিড়ে,
ভুল আফসোসে সৌভাগ্যটা
পাবে না আর ফিরে।
চাপাবাজি করে-করে আসবে নাতো সুদিন,
ভণ্ডামিতে মুছবে কি তোর দুর্নাম-খেতাব চরিত্রহীন?
মনটা তোমার শুদ্ধ করো ঘুরবে ভাগ্যের চাকা,
নইলে দেখবে জীবন তোমার একেবারে ফাঁকা!
কাজের মধ্যে আছে যারা খুব সাধনায় নিয়োজিত,
জগত-সংসার তাদের গুণে চিরদিন যে বিমোহিত।
শুকনা কথায় ভিজবে নাতো জীবনযুদ্ধের চিড়ে,
জ্ঞানার্জনের পথটা ধরে আসতে হবে ফিরে।
কথায়-কথায় রাজা-উজির মেরে-মেরে
ভাগ্যাকাশে কেমনে আনবে সোনালি দিন?
এবার থেকে কাজের মানুষ হয়ে তুমি
দিনে-দিনে শোধ করবে তাই জাতির ঋণ।
সাইয়িদ রফিকুল হক
০৪/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল রেজা (নীরব কবি) ০৫/০২/২০১৮ভালো লাগল
-
পি পি আলী আকবর ০৫/০২/২০১৮ভালো
-
মধু মঙ্গল সিনহা ০৪/০২/২০১৮খুব সুন্দর উপস্থাপন কবি,
আন্তরিক ভালোবাসা ও শুভকামনা রইল -
সাঁঝের তারা ০৪/০২/২০১৮চমৎকার