তোমার কিছুই নাই
তোমার কিছুই নাই
সাইয়িদ রফিকুল হক
তোমার জীবনে দেশ নাই!
তোমার মননে মুক্তিযুদ্ধ নাই!
তোমার কর্মে মানুষ নাই!
তোমার বক্ষে মানবতা নাই!
তোমার ধর্মে মানবপ্রেম নাই!
তোমার চিত্তে ভদ্রতা নাই!
তোমার জীবনে জাতিবোধ নাই!
তোমার মননে স্বদেশ নাই!
তোমার চক্ষে স্বল্পতুষ্টি নাই!
তোমার প্রিয়তে সাহিত্য নাই!
তোমার যৌবনে মুক্তিযুদ্ধ নাই!
তবে তো দেখছি, ওহে নরাধম,
তোমার জীবনে কিছুই নাই।
তুমি এখনও মানুষ হও নাই।।
সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
তোমার জীবনে দেশ নাই!
তোমার মননে মুক্তিযুদ্ধ নাই!
তোমার কর্মে মানুষ নাই!
তোমার বক্ষে মানবতা নাই!
তোমার ধর্মে মানবপ্রেম নাই!
তোমার চিত্তে ভদ্রতা নাই!
তোমার জীবনে জাতিবোধ নাই!
তোমার মননে স্বদেশ নাই!
তোমার চক্ষে স্বল্পতুষ্টি নাই!
তোমার প্রিয়তে সাহিত্য নাই!
তোমার যৌবনে মুক্তিযুদ্ধ নাই!
তবে তো দেখছি, ওহে নরাধম,
তোমার জীবনে কিছুই নাই।
তুমি এখনও মানুষ হও নাই।।
সাইয়িদ রফিকুল হক
০৩/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কাজী জুবেরী মোস্তাক ০৪/০২/২০১৮খুব সুন্দর উপস্থাপন কবি
-
সভ্যচাষী সপ্তম ০৪/০২/২০১৮নাই নাই কিচ্ছু নাই-----------
নেতীবাচকতা ভালো লাগে না
অসহ্য নাই নাই তবুও ভালো নাই নাইরে কোনো দেশ নাই.......... -
মধু মঙ্গল সিনহা ০৩/০২/২০১৮অসাধারণ ভালোলাগা,ধন্যবাদ আপনাকে।
-
এম এম হোসেন ০৩/০২/২০১৮ভাল লাগলো।
-
সফিউল্লাহ আনসারী ০৩/০২/২০১৮দারুন
-
এস এম আলমগীর হোসেন ০৩/০২/২০১৮Valo