অন্ধকারের কীট
অন্ধকারের কীট
সাইয়িদ রফিকুল হক
রোদ উঠেছে রোদ উঠেছে,
খবর শুনে দিলাম একটা দৌড়,
কাছে গিয়ে দেখতে পেলাম
অনেক আঁধার, আর হবে না ভোর!
রোদের দেখা পাচ্ছি নাতো
চারিপাশে দেখছি শুধু ছায়া,
জীবনধারী জীব যে অনেক
কারও মনে দেখছি নাতো মায়া!
রোদের খবর মিথ্যা হলো
অন্ধকারে যাচ্ছে ঢেকে আকাশ,
অন্ধকারের কীটগুলো যে
কার মদদে করছে জাতির সর্বনাশ!
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০১৮
সাইয়িদ রফিকুল হক
রোদ উঠেছে রোদ উঠেছে,
খবর শুনে দিলাম একটা দৌড়,
কাছে গিয়ে দেখতে পেলাম
অনেক আঁধার, আর হবে না ভোর!
রোদের দেখা পাচ্ছি নাতো
চারিপাশে দেখছি শুধু ছায়া,
জীবনধারী জীব যে অনেক
কারও মনে দেখছি নাতো মায়া!
রোদের খবর মিথ্যা হলো
অন্ধকারে যাচ্ছে ঢেকে আকাশ,
অন্ধকারের কীটগুলো যে
কার মদদে করছে জাতির সর্বনাশ!
সাইয়িদ রফিকুল হক
০২/০২/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
লোকনাথ ভট্টাচার্য্য (লো. ভ.) ০৩/০২/২০১৮সুন্দর