রঙিন-মানুষ
রঙিন-মানুষ
সাইয়িদ রফিকুল হক
ফুলটা ছিল দেখতে ভালো
ছিল নাতো ঘ্রাণ,
মানুষগুলো এখন রঙিন
ভিতরে নাই প্রাণ!
রঙিন-মানুষ দেখতে ভালো
নাই যে কোনো গুণ,
লেবাসধারী-ভণ্ডগুলো
করছে মানুষখুন।
চেহারা আর মুখের হাসি
দেখায় অনেক ভণ্ড,
এদের সঙ্গে মিশলে তুমি
জীবন হবে পণ্ড।
পলাশফুলের বংশ যারা
দেখতে তারা ভালো,
দুদিন তুমি থাকলে সঙ্গে
দেখবে ভিতর কালো।
আসলে যে রঙিন-মানুষ
ঘুরছে সবার কাছে,
ভালোমানুষ চেনার মতো
মনটা তোমার আছে?
সাইয়িদ রফিকুল হক
২৪/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ফুলটা ছিল দেখতে ভালো
ছিল নাতো ঘ্রাণ,
মানুষগুলো এখন রঙিন
ভিতরে নাই প্রাণ!
রঙিন-মানুষ দেখতে ভালো
নাই যে কোনো গুণ,
লেবাসধারী-ভণ্ডগুলো
করছে মানুষখুন।
চেহারা আর মুখের হাসি
দেখায় অনেক ভণ্ড,
এদের সঙ্গে মিশলে তুমি
জীবন হবে পণ্ড।
পলাশফুলের বংশ যারা
দেখতে তারা ভালো,
দুদিন তুমি থাকলে সঙ্গে
দেখবে ভিতর কালো।
আসলে যে রঙিন-মানুষ
ঘুরছে সবার কাছে,
ভালোমানুষ চেনার মতো
মনটা তোমার আছে?
সাইয়িদ রফিকুল হক
২৪/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৬/০১/২০১৮অনবদ্য - ভালো মানুষ চেনা কি আর অত সহজ?
-
Tanju H ২৬/০১/২০১৮অসাধারন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২৫/০১/২০১৮ভালো লাগিল