কলজে কাঁপা ভালোবাসা
কলজে কাঁপা ভালোবাসা
সাইয়িদ রফিকুল হক
কলজে কাঁপা ভালোবাসা তোমায় দেবো
তবু একটু হাসো,
অনেক-অনেক ভালোবাসা গায়ে মেখে
একটু কাছে আসো।
মনখারাপের দিবসগুলো জীবন থেকে
এবার ফেলো ঝেড়ে,
তুমি আসো চিরতরে আমার কাছে
সকল সংশয় ছেড়ে।
আমার মনের ভালোবাসা বিশ্বাস করে
তুমি সুখে ভাসো।
আমার মনের সকল কথা সত্যজালে
বুনছি তোমার জন্য,
তুমি বন্ধু আমার কাছে এবার এলে
জীবন হবে ধন্য।
ভালোবাসার কথাগুলো বুকে ধরে
বন্ধু এবার হাসো।
তারার দেশে তোমায় নিয়ে হাসবো কত
দিনফুরাবে গানে,
ভালোবাসার সুখসাগরে ভাসবো শুধু
সুবাসমাখা প্রাণে।
তোমার মনের সন্দেহ আর শংকা ভুলে
বন্ধু কাছে আসো।
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কলজে কাঁপা ভালোবাসা তোমায় দেবো
তবু একটু হাসো,
অনেক-অনেক ভালোবাসা গায়ে মেখে
একটু কাছে আসো।
মনখারাপের দিবসগুলো জীবন থেকে
এবার ফেলো ঝেড়ে,
তুমি আসো চিরতরে আমার কাছে
সকল সংশয় ছেড়ে।
আমার মনের ভালোবাসা বিশ্বাস করে
তুমি সুখে ভাসো।
আমার মনের সকল কথা সত্যজালে
বুনছি তোমার জন্য,
তুমি বন্ধু আমার কাছে এবার এলে
জীবন হবে ধন্য।
ভালোবাসার কথাগুলো বুকে ধরে
বন্ধু এবার হাসো।
তারার দেশে তোমায় নিয়ে হাসবো কত
দিনফুরাবে গানে,
ভালোবাসার সুখসাগরে ভাসবো শুধু
সুবাসমাখা প্রাণে।
তোমার মনের সন্দেহ আর শংকা ভুলে
বন্ধু কাছে আসো।
সাইয়িদ রফিকুল হক
২১/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ২২/০১/২০১৮ভালো
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২২/০১/২০১৮প্রাণোময় উচ্ছাস ভরা ভালোবাসার আহবান ।
বেশ সুন্দর কবিতা । ভাল লাগলো । ধন্যবাদ । -
আরিফ নীরদ ২১/০১/২০১৮অসাধারন!!!
-
কামরুজ্জামান সাদ ২১/০১/২০১৮খুব ভাল লেখা।তবে এত ভালবাসা কেউ সহ্য করতে পারবে তো!!
-
মধু মঙ্গল সিনহা ২১/০১/২০১৮দারুণ লিখেছেন কবি,শুভেচ্ছা জানবেন।