জীবনের ফুল
জীবনের ফুল
সাইয়িদ রফিকুল হক
জীবনের ফুল কখন যেন ফুটেছিলো,
দেখিনি তো মনোযোগে
বুঝি খুব ভুল হয়েছিলো!
ঝরে গেল অনাদরে সোনার ফুল,
রয়ে গেল আবর্জনা শুধু ভুল!
জীবনের ফুল ফোটাতে আজ
সাধনা যে চলছে কত অবিরাম,
সারাক্ষণ তাই সব মানুষের আকুতি যে
কীসে বাড়বে জীবনের দাম!
মানুষ হয় না আজকাল কেহ
সবাই চায় যে উঁচু পদ,
দুধের বাজার ভেঙ্গে গেছে সেই কবে!
আসর জমায় এখন মদ।
জীবনের ফুল ফুটবে কবে
ভাবছি বসে এখন শুধু নিরালায়,
দুধের বাজার ভেঙ্গে গেছে সেই কবে
মদের আসর জমে এখন বেলা-অবেলায়।
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
জীবনের ফুল কখন যেন ফুটেছিলো,
দেখিনি তো মনোযোগে
বুঝি খুব ভুল হয়েছিলো!
ঝরে গেল অনাদরে সোনার ফুল,
রয়ে গেল আবর্জনা শুধু ভুল!
জীবনের ফুল ফোটাতে আজ
সাধনা যে চলছে কত অবিরাম,
সারাক্ষণ তাই সব মানুষের আকুতি যে
কীসে বাড়বে জীবনের দাম!
মানুষ হয় না আজকাল কেহ
সবাই চায় যে উঁচু পদ,
দুধের বাজার ভেঙ্গে গেছে সেই কবে!
আসর জমায় এখন মদ।
জীবনের ফুল ফুটবে কবে
ভাবছি বসে এখন শুধু নিরালায়,
দুধের বাজার ভেঙ্গে গেছে সেই কবে
মদের আসর জমে এখন বেলা-অবেলায়।
সাইয়িদ রফিকুল হক
২০/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২২/০১/২০১৮জীবনের ফুল সুপ্ত অবস্থায় থাকাটা জরুরি।ঝরতে দেওয়া ঠিক না।
-
মোঃ সোহেল মাহমুদ ২১/০১/২০১৮দারুণ লিখেছেন।
-
খায়রুল আহসান ২১/০১/২০১৮কবিতার শেষ চরণদুটো খুব ভাল হয়েছে। কবিতা ভাল লেগেছে।
-
কে. পাল ২০/০১/২০১৮ভালো