নেকড়েমুক্ত সমাজ চাই
নেকড়েমুক্ত সমাজ চাই
সাইয়িদ রফিকুল হক
অন্ধকারের পথ
নেকড়ে ভালোবাসে,
অন্ধকারের পথ
নেকড়ের মতো যারা অমানুষ
তারাও খুব ভালোবাসে।
নেকড়ে আর মানুষে
তফাৎ এখন কমে যাচ্ছে।
বাইরে মানুষ ভিতরে নেকড়ে
সমাজে এসব এখন দেখছি বেশি।
নেকড়ে কখনও মানুষ হয় না,
মানুষ কখনও নেকড়ে হয় না,
সমাজে এখন বাড়ছে নেকড়ে,
আরও বেশি বাড়ছে আনাগোনা,
কিন্তু আমরা নেকড়ে চাই না,
মানুষনেকড়েমুক্ত সমাজ চাই।
সাইয়িদ রফিকুল হক
১৮/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
অন্ধকারের পথ
নেকড়ে ভালোবাসে,
অন্ধকারের পথ
নেকড়ের মতো যারা অমানুষ
তারাও খুব ভালোবাসে।
নেকড়ে আর মানুষে
তফাৎ এখন কমে যাচ্ছে।
বাইরে মানুষ ভিতরে নেকড়ে
সমাজে এসব এখন দেখছি বেশি।
নেকড়ে কখনও মানুষ হয় না,
মানুষ কখনও নেকড়ে হয় না,
সমাজে এখন বাড়ছে নেকড়ে,
আরও বেশি বাড়ছে আনাগোনা,
কিন্তু আমরা নেকড়ে চাই না,
মানুষনেকড়েমুক্ত সমাজ চাই।
সাইয়িদ রফিকুল হক
১৮/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়সাল রহমান ১৯/০১/২০১৮ঠিক
-
সাঁঝের তারা ১৯/০১/২০১৮ঠিক কথা...
-
ন্যান্সি দেওয়ান ১৮/০১/২০১৮