আধিপত্যবিস্তার
আধিপত্যবিস্তার
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতরের পলিমাটিগুলো
ক্ষয় হয়ে যাচ্ছে গভীর দুঃখে,
সবকিছুতে আজ বালিমাটির দম্ভ
হাসি নাই এখন কারও মুখে!
নিঃশেষ হয়ে যাচ্ছে মানবিক সত্তা
ভূলুণ্ঠিত হচ্ছে আমাদের সেই চেতনাসমগ্র,
চিরদিনের ওই মূর্খগুলো পশ্চাৎভূমি ফেলে
আজ চিনে নিচ্ছে আমাদের শীর্ষচূড়ার অগ্র!
রূঢ় আগ্রাসনে কেঁপে উঠছে ছোট্ট পৃথিবী
মানবতাহীনের উদ্দাম নৃত্যে শংকিত বিশ্ব,
জবরদখলের রোষানলে, আধিপত্যবিস্তারে,
কুৎসিত জীবের দাপটে পৃথিবী হচ্ছে নিঃস্ব।
সাইয়িদ রফিকুল হক
১৭/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বুকের ভিতরের পলিমাটিগুলো
ক্ষয় হয়ে যাচ্ছে গভীর দুঃখে,
সবকিছুতে আজ বালিমাটির দম্ভ
হাসি নাই এখন কারও মুখে!
নিঃশেষ হয়ে যাচ্ছে মানবিক সত্তা
ভূলুণ্ঠিত হচ্ছে আমাদের সেই চেতনাসমগ্র,
চিরদিনের ওই মূর্খগুলো পশ্চাৎভূমি ফেলে
আজ চিনে নিচ্ছে আমাদের শীর্ষচূড়ার অগ্র!
রূঢ় আগ্রাসনে কেঁপে উঠছে ছোট্ট পৃথিবী
মানবতাহীনের উদ্দাম নৃত্যে শংকিত বিশ্ব,
জবরদখলের রোষানলে, আধিপত্যবিস্তারে,
কুৎসিত জীবের দাপটে পৃথিবী হচ্ছে নিঃস্ব।
সাইয়িদ রফিকুল হক
১৭/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ ফাহাদ আলী ১৮/০১/২০১৮মানবিক প্রকাশ। সুন্দর কবি।
-
মধু মঙ্গল সিনহা ১৮/০১/২০১৮দারুণ লিখেছেন কবি,শুভেচ্ছা জানবেন।
-
সুমন দাস। ১৭/০১/২০১৮ঠিক বলেছেন