হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই
হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই
সাইয়িদ রফিকুল হক
এই পৃথিবীতে সবকিছু মেরামতের গ্যারেজ আছে
কিন্তু হৃদয়-মেরামতের কোনো গ্যারেজ নাই!
অথচ হৃদয় ভাঙে প্রতিমুহূর্তে-প্রতিক্ষণে,
নদীর পাড় ভাঙতে তবুও কিছুটা সময় লাগে
কিন্তু হৃদয় ভাঙতে কোনো সময় লাগে না।
সময়ে ভেঙে যায় আমাদের মসৃণ-সুন্দর হৃদয়,
অসময়ে ভেঙে যায় আমাদের সুরভিত-হৃদয়,
সকালে ভাঙে শান্ত-জীবনমুখী-স্বপ্নীল হৃদয়,
দুপুরে ভাঙে আবার সেই ভাঙা হৃদয়,
বিকালে ভাঙে ভগ্নহৃদয়ের ভাঙা অংশটুকু!
রাতে ভাঙে হৃদয়ের শেষ অবশিষ্টাংশ,
আমাদের হৃদয় শুধু ভেঙেই যাচ্ছে প্রতিনিয়ত,
তবুও ভাঙা হৃদয়-মেরামতের একটু সুযোগ নাই!
তবুও পৃথিবীতে হৃদয়-মেরামতের কোনো গ্যারেজ নাই!
সকল ভাঙা হৃদয় মেরামতের জন্য সব মানুষের পক্ষে
এই পৃথিবীতে আজ হৃদয় মেরামতের একটা গ্যারেজ চাই।
তবে পৃথিবী থেকে অকালে ঝরে যাবে না আমাদের স্বপ্ন,
তবে পৃথিবী থেকে হারিয়ে যাবে না আমাদের ভালোবাসা,
পৃথিবীতে আজ তাই হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
এই পৃথিবীতে সবকিছু মেরামতের গ্যারেজ আছে
কিন্তু হৃদয়-মেরামতের কোনো গ্যারেজ নাই!
অথচ হৃদয় ভাঙে প্রতিমুহূর্তে-প্রতিক্ষণে,
নদীর পাড় ভাঙতে তবুও কিছুটা সময় লাগে
কিন্তু হৃদয় ভাঙতে কোনো সময় লাগে না।
সময়ে ভেঙে যায় আমাদের মসৃণ-সুন্দর হৃদয়,
অসময়ে ভেঙে যায় আমাদের সুরভিত-হৃদয়,
সকালে ভাঙে শান্ত-জীবনমুখী-স্বপ্নীল হৃদয়,
দুপুরে ভাঙে আবার সেই ভাঙা হৃদয়,
বিকালে ভাঙে ভগ্নহৃদয়ের ভাঙা অংশটুকু!
রাতে ভাঙে হৃদয়ের শেষ অবশিষ্টাংশ,
আমাদের হৃদয় শুধু ভেঙেই যাচ্ছে প্রতিনিয়ত,
তবুও ভাঙা হৃদয়-মেরামতের একটু সুযোগ নাই!
তবুও পৃথিবীতে হৃদয়-মেরামতের কোনো গ্যারেজ নাই!
সকল ভাঙা হৃদয় মেরামতের জন্য সব মানুষের পক্ষে
এই পৃথিবীতে আজ হৃদয় মেরামতের একটা গ্যারেজ চাই।
তবে পৃথিবী থেকে অকালে ঝরে যাবে না আমাদের স্বপ্ন,
তবে পৃথিবী থেকে হারিয়ে যাবে না আমাদের ভালোবাসা,
পৃথিবীতে আজ তাই হৃদয়-মেরামতের একটা গ্যারেজ চাই।
সাইয়িদ রফিকুল হক
১৩/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/০১/২০১৮ভাবনাটা চমৎকার ছিল।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ১৩/০১/২০১৮চমৎকার বেশ
-
পি পি আলী আকবর ১৩/০১/২০১৮ভাল