নিজের দোষ
নিজের দোষ
সাইয়িদ রফিকুল হক
ফুলের মনে জমছে নাকি ব্যাধি?
ফুলে পাই না ঘ্রাণ,
সুবাসমাখা ফুল না পেলে
বাঁচে নাতো প্রাণ।
মানুষ তোমার মনে ব্যাধি!
তাইতে খোঁজো দোষ,
নিজের ভুলটা স্বীকার কর
তাইলে কমবে রোষ।
সাইয়িদ রফিকুল হক
০৯/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ফুলের মনে জমছে নাকি ব্যাধি?
ফুলে পাই না ঘ্রাণ,
সুবাসমাখা ফুল না পেলে
বাঁচে নাতো প্রাণ।
মানুষ তোমার মনে ব্যাধি!
তাইতে খোঁজো দোষ,
নিজের ভুলটা স্বীকার কর
তাইলে কমবে রোষ।
সাইয়িদ রফিকুল হক
০৯/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/০১/২০১৮দারুণ উপস্থাপন ,ধন্যবাদ প্রিয় কবি।
-
কামরুজ্জামান সাদ ১০/০১/২০১৮সকলের রোষ কমুক সেই প্রত্যাশা রইল।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ০৯/০১/২০১৮অপূর্ব
-
শিবশঙ্কর ০৯/০১/২০১৮ভারি সুন্দর ভাবনা।অনেক অনেক শুভেচ্ছা রইল প্রিয় কবি । ভাল থাকুন ।
-
সামিয়া ০৯/০১/২০১৮বাহ! এভাবে যদি সবাই ভাবতো।