ফসলের মাঠ
ফসলের মাঠ
সাইয়িদ রফিকুল হক
ফসলের মাঠ সাজায় চাষি,
পরিশ্রমে মুখে ফোটে হাসি!
মাঠসাজানোর শিল্পী শুধু
আমার দেশের কৃষক,
তবুও কেন আজ দেখি তার
দৃষ্টি এতো নিষ্পলক?
ফসলের মাঠ সাবাড় করছে
স্বার্থলোভী-হায়েনার দল,
ফড়িয়ারা কেড়ে নিচ্ছে
পরিশ্রমী-চাষির মনোবল।
ফসলের মাঠ সাজায় শুধু
আমার দেশের চাষি,
ফুটুক শুধু তারই মুখে
মনজুড়ানো বিজয়-হাসি।
সাইয়িদ রফিকুল হক
০৭/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
ফসলের মাঠ সাজায় চাষি,
পরিশ্রমে মুখে ফোটে হাসি!
মাঠসাজানোর শিল্পী শুধু
আমার দেশের কৃষক,
তবুও কেন আজ দেখি তার
দৃষ্টি এতো নিষ্পলক?
ফসলের মাঠ সাবাড় করছে
স্বার্থলোভী-হায়েনার দল,
ফড়িয়ারা কেড়ে নিচ্ছে
পরিশ্রমী-চাষির মনোবল।
ফসলের মাঠ সাজায় শুধু
আমার দেশের চাষি,
ফুটুক শুধু তারই মুখে
মনজুড়ানো বিজয়-হাসি।
সাইয়িদ রফিকুল হক
০৭/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম. শহীদ ০৮/০১/২০১৮যিনি সবার খাদ্যের ব্যবস্থা করেন তাঁর ঘরে খাদ্যের অভাব...হতাশাগ্রস্থ চোখ নিঃষ্পলক। অল্প কথায় সুন্দর উপস্থাপন।
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/০১/২০১৮সত্য কথা বলেছেন। আজকের দিনে
কৃষকরা কি পায়?? -
মধু মঙ্গল সিনহা ০৭/০১/২০১৮খুব সুন্দর ছোট্ট কবিতা।