কাকগুলো ময়ূর হচ্ছে
কাকগুলো ময়ূর হচ্ছে
সাইয়িদ রফিকুল হক
কাকগুলো যে হচ্ছে ময়ূর রাতারাতি,
রাজনীতিতে মূর্খ হয়েও করছে ভীষণ মাতামাতি!
লোভের আগুন জ্বলছে ওদের পাকি-চোখে,
ওদের চেনে দেশপ্রেমিক আর সুধী-লোকে।
কিন্তু যারা কেতাব ছাড়া মূর্খ-পাঁকের আবর্জনা,
তাদের ভাগ্যে জুটবে শুধু ধোঁকাবাজি আর বঞ্চণা।
দেশের লোকে ভেজাল-ভিড়ে মরছে শুধু হাতড়ে,
ময়ূরপুচ্ছ-ধারণকারী এলো নতুন ভণ্ডসাধু-জাত রে!
কলিকালে দেখবে আরও ভণ্ড এমন কত,
এদের চাপে জাতির ভাগ্যে জুটবে দুঃখ যত।
কাকগুলো যে আমার দেশে খাচ্ছে জ্বালায় রোজ,
পাকিজাতের হারাম-টাকায় হচ্ছে এদের ভোজ!
কাকগুলোকে চিনতে হবে এই আমাদের দেশের স্বার্থে,
দেশপ্রেমিকের পথটা ধরে জীবন গড়ো পরার্থে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
কাকগুলো যে হচ্ছে ময়ূর রাতারাতি,
রাজনীতিতে মূর্খ হয়েও করছে ভীষণ মাতামাতি!
লোভের আগুন জ্বলছে ওদের পাকি-চোখে,
ওদের চেনে দেশপ্রেমিক আর সুধী-লোকে।
কিন্তু যারা কেতাব ছাড়া মূর্খ-পাঁকের আবর্জনা,
তাদের ভাগ্যে জুটবে শুধু ধোঁকাবাজি আর বঞ্চণা।
দেশের লোকে ভেজাল-ভিড়ে মরছে শুধু হাতড়ে,
ময়ূরপুচ্ছ-ধারণকারী এলো নতুন ভণ্ডসাধু-জাত রে!
কলিকালে দেখবে আরও ভণ্ড এমন কত,
এদের চাপে জাতির ভাগ্যে জুটবে দুঃখ যত।
কাকগুলো যে আমার দেশে খাচ্ছে জ্বালায় রোজ,
পাকিজাতের হারাম-টাকায় হচ্ছে এদের ভোজ!
কাকগুলোকে চিনতে হবে এই আমাদের দেশের স্বার্থে,
দেশপ্রেমিকের পথটা ধরে জীবন গড়ো পরার্থে।
সাইয়িদ রফিকুল হক
০৬/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৯/০১/২০১৮ঠিক বলেছেন,ধন্যবাদ প্রিয় কবি।
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৯/০১/২০১৮বেশ
-
আবু সাইদ লিপু ০৮/০১/২০১৮কাক সমাচার!
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৮/০১/২০১৮কাকেরাই তো রাজা
-
পি পি আলী আকবর ০৭/০১/২০১৮খুবই সুন্দর
-
এন আই পারভেজ ০৭/০১/২০১৮চমৎকার।
-
এন আই পারভেজ ০৭/০১/২০১৮অনেক ভাল।
-
সাইফ রুদাদ ০৬/০১/২০১৮বর্তমান সময়কে চমৎকার ভাবে কবিতায় ধারণ হয়েছে