বুকপকেটের কলমটা
বুকপকেটের কলমটা
সাইয়িদ রফিকুল হক
বুকপকেটে কলমটা রেখেছিলাম
খুব ভালোবেসে আর খুব যত্ন করে,
শুধু তোমার ঠিকানাটা লিখবো বলে,
কলমটি এখনও শুয়ে আছে বুকপকেটে
শুধু তোমার ঠিকানাটা লেখা হয়নি!
কলমের কালিও আছে সযত্নে রাখা,
শুধু তোমার ঠিকানাটা লিখবো বলে।
অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়েছে,
কথাও হয়েছিলো আরও অনেকবার,
শুধু তোমার ঠিকানাটা জানতে
কেমন করে যেন ভুলে গিয়েছিলাম!
বুকপকেটের কলমটা আজও হাসে,
আর সে চিরতরে হারিয়ে যাওয়ার আগে
শুধু তোমার ঠিকানাটা লিখে যেতে চায়।
বুকপকেটে কলমটা আছে আগের মতো,
শুধু তোমার ঠিকানাটা একবার বলবে কি?
সাইয়িদ রফিকুল হক
০৩/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
বুকপকেটে কলমটা রেখেছিলাম
খুব ভালোবেসে আর খুব যত্ন করে,
শুধু তোমার ঠিকানাটা লিখবো বলে,
কলমটি এখনও শুয়ে আছে বুকপকেটে
শুধু তোমার ঠিকানাটা লেখা হয়নি!
কলমের কালিও আছে সযত্নে রাখা,
শুধু তোমার ঠিকানাটা লিখবো বলে।
অনেকদিন তোমার সঙ্গে দেখা হয়েছে,
কথাও হয়েছিলো আরও অনেকবার,
শুধু তোমার ঠিকানাটা জানতে
কেমন করে যেন ভুলে গিয়েছিলাম!
বুকপকেটের কলমটা আজও হাসে,
আর সে চিরতরে হারিয়ে যাওয়ার আগে
শুধু তোমার ঠিকানাটা লিখে যেতে চায়।
বুকপকেটে কলমটা আছে আগের মতো,
শুধু তোমার ঠিকানাটা একবার বলবে কি?
সাইয়িদ রফিকুল হক
০৩/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃআব্দুল্লাহ্ আল মামুন ০৪/০১/২০১৮
-
মধু মঙ্গল সিনহা ০৪/০১/২০১৮অনেক সুন্দর লেখা।
-
সাঁঝের তারা ০৩/০১/২০১৮সুন্দর ভাবনা
ভালো লাগল বেশ