মনের মানুষ হও
মনের মানুষ হও
সাইয়িদ রফিকুল হক
নিজের দোষ ঢাকতে সবাই
বলছি চোখের দোষ,
আসলে যে মনের পাপে
বাড়ছে জগত-রোষ!
মনটাকে তাই করতে হবে
শুধু ভোরের বাগান,
হিংসা নামক আবর্জনা
ছুঁড়ে ফেলো নাদান।
তোমার পাপে জ্বলছে দেখি
তোমার চোখে লোভ,
ফুলের মালা পায়ে দলে
দেখছো শুধু বৈভব!
মনটা তোমার শান্ত করে
হও না মানুষ মনের,
চোখে তখন জ্বলবে নাকো
লোভের আগুন ধনের।
সাইয়িদ রফিকুল হক
০২/০১/২০১৭
সাইয়িদ রফিকুল হক
নিজের দোষ ঢাকতে সবাই
বলছি চোখের দোষ,
আসলে যে মনের পাপে
বাড়ছে জগত-রোষ!
মনটাকে তাই করতে হবে
শুধু ভোরের বাগান,
হিংসা নামক আবর্জনা
ছুঁড়ে ফেলো নাদান।
তোমার পাপে জ্বলছে দেখি
তোমার চোখে লোভ,
ফুলের মালা পায়ে দলে
দেখছো শুধু বৈভব!
মনটা তোমার শান্ত করে
হও না মানুষ মনের,
চোখে তখন জ্বলবে নাকো
লোভের আগুন ধনের।
সাইয়িদ রফিকুল হক
০২/০১/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৫/০১/২০১৮সুন্দর
-
অভিষেক চক্রবর্তী ০৩/০১/২০১৮Good
-
মধু মঙ্গল সিনহা ০৩/০১/২০১৮চমৎকার প্রকাশ করেছেন।
-
কামরুজ্জামান সাদ ০২/০১/২০১৮সুযোগের অভাবে আমরা সৎ থাকি।
-
আরিফ নীরদ ০২/০১/২০১৮বেশ্ লাগল।।
-
সোহাগ রায় ০২/০১/২০১৮মনের মানুষ হওয়া কি সহজ নাকি
-
ন্যান্সি দেওয়ান ০২/০১/২০১৮Good..