সঠিক শপথ
সঠিক শপথ
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি নতুন হতো
নতুন বছর হয়ে,
তাইলে কি আর থাকি আমরা
দুঃখ-কষ্ট সয়ে!
পুরানপাতার মতো সবই
দিতাম ঝেড়ে ফেলে,
প্রতিবছর নতুন হয়ে
দিনকাটাতাম হেসে-খেলে!
মনটা যদি নতুন হতো
ধন্য হতো জীবন,
প্রতিবছর নতুন হলে
আসতো না আর মরণ!
কিন্তু সবই বৃথা আশা
মরণ চেনে সবদিক,
নতুন করে জীবনগড়ার
নাও না শপথ সঠিক।
সাইয়িদ রফিকুল হক
০১/০১/২০১৮
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি নতুন হতো
নতুন বছর হয়ে,
তাইলে কি আর থাকি আমরা
দুঃখ-কষ্ট সয়ে!
পুরানপাতার মতো সবই
দিতাম ঝেড়ে ফেলে,
প্রতিবছর নতুন হয়ে
দিনকাটাতাম হেসে-খেলে!
মনটা যদি নতুন হতো
ধন্য হতো জীবন,
প্রতিবছর নতুন হলে
আসতো না আর মরণ!
কিন্তু সবই বৃথা আশা
মরণ চেনে সবদিক,
নতুন করে জীবনগড়ার
নাও না শপথ সঠিক।
সাইয়িদ রফিকুল হক
০১/০১/২০১৮
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০২/০১/২০১৮ভাল লাগা
-
কাজী জুবেরী মোস্তাক ০২/০১/২০১৮ভালোলাগা রইলো
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০২/০১/২০১৮অসাধারণ লিখেছেন! শুভেচ্ছা রইল।
-
আরিফ নীরদ ০২/০১/২০১৮ভালো লাগলো।।।