অবুঝ-মনে
অবুঝ-মনে
সাইয়িদ রফিকুল হক
তোমার কাছে মন চেয়ে যে
পেলাম চোখের জল,
অনেক সাধের স্বপ্ন ঝরে
ভাঙ্গলো মনোবল!
পথ হারিয়ে এখন খুঁজি
আরেক পথের দিশা,
রূপসাগরে সাঁতার কেটে
তাড়াই ভয়ের নিশা!
জীবনটা যে দুঃখে ভরা
কষ্টে তবুও হাসি,
একটু আদর কোথাও পেলে
আনন্দেতে ভাসি।
তোমার কাছে মন চেয়ে যে
পেলাম ব্যথার খনি,
অবুঝ-মনে তবুও তোমায়
ভাবি চোখের মণি!
সাইয়িদ রফিকুল হক
৩১/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
তোমার কাছে মন চেয়ে যে
পেলাম চোখের জল,
অনেক সাধের স্বপ্ন ঝরে
ভাঙ্গলো মনোবল!
পথ হারিয়ে এখন খুঁজি
আরেক পথের দিশা,
রূপসাগরে সাঁতার কেটে
তাড়াই ভয়ের নিশা!
জীবনটা যে দুঃখে ভরা
কষ্টে তবুও হাসি,
একটু আদর কোথাও পেলে
আনন্দেতে ভাসি।
তোমার কাছে মন চেয়ে যে
পেলাম ব্যথার খনি,
অবুঝ-মনে তবুও তোমায়
ভাবি চোখের মণি!
সাইয়িদ রফিকুল হক
৩১/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোজাহিদুর ইসলাম ইমন ০৬/০১/২০১৮কি চমৎকার ছন্দ...!!!
-
সাঁঝের তারা ০১/০১/২০১৮চোখের মনি সবসময়! শুভ নববর্ষ প্রিয় কবি ...
-
কামরুজ্জামান সাদ ০১/০১/২০১৮মন চাইলে বুঝি চোখের জল পেতে হয়!
-
মধু মঙ্গল সিনহা ৩১/১২/২০১৭দারুণ লেখা।