প্রভু তোমার শক্তিতে
প্রভু তোমার শক্তিতে
সাইয়িদ রফিকুল হক
ঘুচে যাক প্রভু মানুষে-মানুষে শত্রুতা,
মুছে যাক প্রভু আমাদের এই পৃথিবী থেকে
সর্বপ্রকার সাম্প্রদায়িকতা।
বিকশিত হোক মানবাত্মার জয়গান,
মানুষের কাছে মানুষ যেন পায় গো সম্মান।
নিভে যাক প্রভু সকলবর্ণের মানবমনের
জীবননাশক হিংসা-বিদ্বেষ,
ঘুচে যাক প্রভু তোমার শক্তিতে পৃথিবী থেকে
হিংস্রতার-নৃশংসতার সকল লেশ।
ঝরে যাক প্রভু গাছের জীর্ণপাতার মতো
আদিমমনের পাশবিকতার জঞ্জাল,
তোমার ইচ্ছায় চিরস্থায়ীভাবে অসুরমুক্ত হোক
আমাদের এই পৃথিবীর মহাকাল।
সাইয়িদ রফিকুল হক
২৯/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
ঘুচে যাক প্রভু মানুষে-মানুষে শত্রুতা,
মুছে যাক প্রভু আমাদের এই পৃথিবী থেকে
সর্বপ্রকার সাম্প্রদায়িকতা।
বিকশিত হোক মানবাত্মার জয়গান,
মানুষের কাছে মানুষ যেন পায় গো সম্মান।
নিভে যাক প্রভু সকলবর্ণের মানবমনের
জীবননাশক হিংসা-বিদ্বেষ,
ঘুচে যাক প্রভু তোমার শক্তিতে পৃথিবী থেকে
হিংস্রতার-নৃশংসতার সকল লেশ।
ঝরে যাক প্রভু গাছের জীর্ণপাতার মতো
আদিমমনের পাশবিকতার জঞ্জাল,
তোমার ইচ্ছায় চিরস্থায়ীভাবে অসুরমুক্ত হোক
আমাদের এই পৃথিবীর মহাকাল।
সাইয়িদ রফিকুল হক
২৯/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ৩০/১২/২০১৭সত্য হোক এ প্রার্থণা...
-
আরিফ নীরদ ২৯/১২/২০১৭অসাধারন!!!
-
মধু মঙ্গল সিনহা ২৯/১২/২০১৭খুব ভালো লাগলো...