ভুলে গেছি
ভুলে গেছি
সাইয়িদ রফিকুল হক
আমরা এখন মানুষের দুঃখে কাঁদতে ভুলে গেছি,
আমরা এখন মানুষের সুখে হাসতে ভুলে গেছি।
আমরা এখন মানুষের মতো মানুষ হয়ে
বাঁচতে ভুলে গেছি,
আমরা এখন লোকদেখানো ধর্মের নামে
নীতিধর্মপালন করতে ভুলে গেছি।
আমরা এখন দিনে-দিনে সবই ভুলে যাচ্ছি।
আমরা জীবনে আরও কত কী যে ভুলে যাবো!
আমরা এখন সবকিছু ভুলে যাওয়ার খেলায় মেতেছি,
আমরা এখন সততা, ন্যায়নিষ্ঠা আর মনুষ্যত্ব ভুলে যাচ্ছি!
আমরা এখন পুরাতন জিনিস বলে সত্যকেও চিরতরে
নির্বাসনে পাঠাতে চাচ্ছি,
আমরা এখন লোকঠকিয়ে রাতারাতি বড় হওয়ার জন্য
খুব নামকরা মিথ্যাবাদী হতে চাচ্ছি!
আমরা এখন মনুষ্যত্ব ভুলে গেছি,
আমরা এখন মানুষ কিনা তাও ভুলে গেছি।
সাইয়িদ রফিকুল হক
২৮/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
আমরা এখন মানুষের দুঃখে কাঁদতে ভুলে গেছি,
আমরা এখন মানুষের সুখে হাসতে ভুলে গেছি।
আমরা এখন মানুষের মতো মানুষ হয়ে
বাঁচতে ভুলে গেছি,
আমরা এখন লোকদেখানো ধর্মের নামে
নীতিধর্মপালন করতে ভুলে গেছি।
আমরা এখন দিনে-দিনে সবই ভুলে যাচ্ছি।
আমরা জীবনে আরও কত কী যে ভুলে যাবো!
আমরা এখন সবকিছু ভুলে যাওয়ার খেলায় মেতেছি,
আমরা এখন সততা, ন্যায়নিষ্ঠা আর মনুষ্যত্ব ভুলে যাচ্ছি!
আমরা এখন পুরাতন জিনিস বলে সত্যকেও চিরতরে
নির্বাসনে পাঠাতে চাচ্ছি,
আমরা এখন লোকঠকিয়ে রাতারাতি বড় হওয়ার জন্য
খুব নামকরা মিথ্যাবাদী হতে চাচ্ছি!
আমরা এখন মনুষ্যত্ব ভুলে গেছি,
আমরা এখন মানুষ কিনা তাও ভুলে গেছি।
সাইয়িদ রফিকুল হক
২৮/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৮/১২/২০১৭অতি সত্য...