নীতিশাস্ত্রের অমৃতবাণী
নীতিশাস্ত্রের অমৃতবাণী
সাইয়িদ রফিকুল হক
নষ্টের গোড়ায় ঢালছো পানি,
রাষ্ট্রজুড়ে বেড়েছে তাই হানাহানি।
মানুষের মন খুব ব্যাধিতে ভরা,
পাপে-তাপে জরাজীর্ণ তাই ধরা।
পাপের বৃক্ষ বাড়ছে বেশি দিনে-দিনে,
সুখ পায় যে মানুষ মিথ্যা কিনে!
আজবযুগে আমরা এখন পড়লাম এসে,
জ্ঞানীর কথায় দিনদুপুরে শিয়াল ওঠে হেসে!
নষ্টের গোড়ায় তুই আর কত ঢালবি পানি?
ভুলে গেলি বিশ্বজুড়ে নীতিশাস্ত্রের অমৃতবাণী!
সাইয়িদ রফিকুল হক
২৭/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
নষ্টের গোড়ায় ঢালছো পানি,
রাষ্ট্রজুড়ে বেড়েছে তাই হানাহানি।
মানুষের মন খুব ব্যাধিতে ভরা,
পাপে-তাপে জরাজীর্ণ তাই ধরা।
পাপের বৃক্ষ বাড়ছে বেশি দিনে-দিনে,
সুখ পায় যে মানুষ মিথ্যা কিনে!
আজবযুগে আমরা এখন পড়লাম এসে,
জ্ঞানীর কথায় দিনদুপুরে শিয়াল ওঠে হেসে!
নষ্টের গোড়ায় তুই আর কত ঢালবি পানি?
ভুলে গেলি বিশ্বজুড়ে নীতিশাস্ত্রের অমৃতবাণী!
সাইয়িদ রফিকুল হক
২৭/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৮/১২/২০১৭সমসাময়িক কবিতা
-
সাঁঝের তারা ২৮/১২/২০১৭নীতিশাস্ত্র কি এখন আর চলে? খুব ভালো ...
-
মোঃ ফাহাদ আলী ২৭/১২/২০১৭বাস্তববাদী লেখা। সুন্দর।