সত্যফুল
সত্যফুল
সাইয়িদ রফিকুল হক
সত্য ফোটে ফুলের মতো,
তার সুবাসে আলোকিত হয় বিশ্ব।
সত্য ফোটে ভালোবাসার কথা বলে,
বুদ্ধিমান দিতে পারে শুধু এর ডাকে সাড়া।
সত্যফুল সবখানে সুবাস বিলায় হাসিমুখে,
তবু মানুষ হৃদয়ভরে নিতে পারে না
মধুর মতো অনিন্দ্য সুন্দর সত্যের ঘ্রাণ!
সত্যফুল ফুটেছে দেখ তোমার চারপাশে,
তবু বন্ধু কেন ভিড় করছো মিথ্যাবাগানে?
সত্যফুল ভালোবেসে তার সুবাস হৃদয়ে মেখে
জীবনটাকে বানাও এখনই ভোরের বাগান।
সাইয়িদ রফিকুল হক
২৬/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
সত্য ফোটে ফুলের মতো,
তার সুবাসে আলোকিত হয় বিশ্ব।
সত্য ফোটে ভালোবাসার কথা বলে,
বুদ্ধিমান দিতে পারে শুধু এর ডাকে সাড়া।
সত্যফুল সবখানে সুবাস বিলায় হাসিমুখে,
তবু মানুষ হৃদয়ভরে নিতে পারে না
মধুর মতো অনিন্দ্য সুন্দর সত্যের ঘ্রাণ!
সত্যফুল ফুটেছে দেখ তোমার চারপাশে,
তবু বন্ধু কেন ভিড় করছো মিথ্যাবাগানে?
সত্যফুল ভালোবেসে তার সুবাস হৃদয়ে মেখে
জীবনটাকে বানাও এখনই ভোরের বাগান।
সাইয়িদ রফিকুল হক
২৬/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৭/১২/২০১৭সত্যফুল সবখানে সুবাস বিলায় হাসিমুখে।চমৎকার লেখা।
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৬/১২/২০১৭অসাধারণ সুন্দর