জীবনের সবুজ পাতা
জীবনের সবুজ পাতা
সাইয়িদ রফিকুল হক
বৃক্ষের পাতাগুলো সবুজ থাকে না চিরকাল,
মনের সুখগুলো চিরবহমান হয় না কখনও,
সবখানে লেগে আছে একটা জরা-ব্যাধি,
তবুও মানুষের আশা শুধু বেঁচে থাকার!
সবুজ পাতাগুলো ঝরে-ঝরে পড়ে গাছ থেকে,
আর মানুষের আয়ুগুলো ঝরে যায় নিরাশায়!
চারিদিকে বুকের ব্যথা বেড়ে চলে শুধু নিরন্তর,
কেউ পাশে দাঁড়ায় না সজীব মনে সান্ত্বনা দিতে!
পৃথিবীতে এখন সবখানে চলছে জরা-ব্যাধি,
সবখানে প্রতিনিয়ত আঘাত হানে শুধু স্বার্থপরতা!
এই পৃথিবী এখন সীমাহীন স্বার্থপরতা দিয়ে ঢাকা,
স্বার্থের কাদাজলে ঢেকে গেছে হৃদয়ের পলিমাটি!
নিজের একটুকরো মনটাকে আমি এখন কোথায় রাখি?
তোমরা কেউ আমাকে একটুকরো ভূমি দিবে নিঃস্বার্থ?
বৃক্ষের পাতাগুলো কেন সবুজ হয় তাও ভাবে না মানুষ,
বৃক্ষের পাতাগুলো কেন ঝরে পড়ে তাও জানে না মানুষ,
নিজদেহের চামড়াগুলো কেন কুঞ্চিত হয় তাও জানে না মানুষ।
দুনিয়ার লোভী-মানুষগুলো এখন চিনেছে শুধু কতকগুলো মুদ্রা!
গাছের সজীব পাতাগুলো কেন ঝরে পড়ে? কেউ বলবে আমাকে?
জীবনের খাতা কেন অলিখিত থেকে যায়? কেউ বলবে আমাকে?
জীবনের সবুজ পাতা কেন শুকিয়ে ঝরে পড়ে? কেউ বলবে আমাকে?
সাইয়িদ রফিকুল হক
২৪/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
বৃক্ষের পাতাগুলো সবুজ থাকে না চিরকাল,
মনের সুখগুলো চিরবহমান হয় না কখনও,
সবখানে লেগে আছে একটা জরা-ব্যাধি,
তবুও মানুষের আশা শুধু বেঁচে থাকার!
সবুজ পাতাগুলো ঝরে-ঝরে পড়ে গাছ থেকে,
আর মানুষের আয়ুগুলো ঝরে যায় নিরাশায়!
চারিদিকে বুকের ব্যথা বেড়ে চলে শুধু নিরন্তর,
কেউ পাশে দাঁড়ায় না সজীব মনে সান্ত্বনা দিতে!
পৃথিবীতে এখন সবখানে চলছে জরা-ব্যাধি,
সবখানে প্রতিনিয়ত আঘাত হানে শুধু স্বার্থপরতা!
এই পৃথিবী এখন সীমাহীন স্বার্থপরতা দিয়ে ঢাকা,
স্বার্থের কাদাজলে ঢেকে গেছে হৃদয়ের পলিমাটি!
নিজের একটুকরো মনটাকে আমি এখন কোথায় রাখি?
তোমরা কেউ আমাকে একটুকরো ভূমি দিবে নিঃস্বার্থ?
বৃক্ষের পাতাগুলো কেন সবুজ হয় তাও ভাবে না মানুষ,
বৃক্ষের পাতাগুলো কেন ঝরে পড়ে তাও জানে না মানুষ,
নিজদেহের চামড়াগুলো কেন কুঞ্চিত হয় তাও জানে না মানুষ।
দুনিয়ার লোভী-মানুষগুলো এখন চিনেছে শুধু কতকগুলো মুদ্রা!
গাছের সজীব পাতাগুলো কেন ঝরে পড়ে? কেউ বলবে আমাকে?
জীবনের খাতা কেন অলিখিত থেকে যায়? কেউ বলবে আমাকে?
জীবনের সবুজ পাতা কেন শুকিয়ে ঝরে পড়ে? কেউ বলবে আমাকে?
সাইয়িদ রফিকুল হক
২৪/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ২৮/১২/২০১৭সুন্দর।
-
এন আই পারভেজ ২৫/১২/২০১৭অপূর্ব।
-
একনিষ্ঠ অনুগত ২৫/১২/২০১৭গভীর অনুভুতি।।
-
কামরুজ্জামান সাদ ২৪/১২/২০১৭সুক্ষ্ম চিন্তা ভাবনা।