সুগন্ধি নাই ফুলে
সুগন্ধি নাই ফুলে
সাইয়িদ রফিকুল হক
সুগন্ধি নাই ফুলে,
ব্যবসা এখন ভুলে!
মিথ্যাদাপট সয়ে
সত্য পালায় ভয়ে!
সুবাস দেখি গন্ধমনে!
সত্যবাদী উলুবনে।
সুগন্ধি নাই ফুলে,
ভরসা নাই কূলে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
সুগন্ধি নাই ফুলে,
ব্যবসা এখন ভুলে!
মিথ্যাদাপট সয়ে
সত্য পালায় ভয়ে!
সুবাস দেখি গন্ধমনে!
সত্যবাদী উলুবনে।
সুগন্ধি নাই ফুলে,
ভরসা নাই কূলে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২১/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২৪/১২/২০১৭অপূর্ব!ভালো লাগল কবিতা!
-
মধু মঙ্গল সিনহা ২৪/১২/২০১৭ভালো লাগা কবিতা।
-
এন আই পারভেজ ২৩/১২/২০১৭আরও এই রকম কবিতা চাই।
-
সাঁঝের তারা ২২/১২/২০১৭অপূর্ব
-
একনিষ্ঠ অনুগত ২২/১২/২০১৭সুন্দর
-
পল্লব ২১/১২/২০১৭এমন কৃত্রিমতার যুগে
যখন সবাই রোগে ভুগে
তখন সুগন্ধি নাই ফুলে,
থাকে মৃত্যু দুয়ার খুলে।