মনখারাপের দিনে
মনখারাপের দিনে
সাইয়িদ রফিকুল হক
মনখারাপের দিনে তুমি বসে থেকো না ঘরে,
আমার মতো একটু বাইরে বেরিয়ে এসো,
চেয়ে দেখো আকাশ কখনও মলিন হয় না,
তার খুব মনখারাপ হয়, তবুও সে যে কান্না ঝরিয়ে
পৃথিবীতে আবার ছড়িয়ে দেয় সোনালি-রোদের হাসি।
তোমার খুব মনখারাপ হলে আমার মতো চলে এসো
বাংলার কোনো এক প্রাচীন দিঘির পাড়ে,
দেখবে তুমি তোমার সঙ্গে কেমন সুন্দর করে মনখুলে হাসবে
শ্যাওলাজলের খলসে মাছগুলো। ওদের মনে কোনো হিংসা নাই!
তোমার খুব মনখারাপ হলে আমার মতো
ছুটে এসো বাংলার সবুজ মাঠের পাশে,
দেখবে সেখানে চিরকিশোর হাসিগুলো তোমায় দেখে
আহ্লাদে মাতোয়ারা হয়ে তোমাকে ভালোবাসার কথা বলবে।
পৃথিবীর সবখানে সবুজ-সুন্দর হাসি ছড়িয়ে রয়েছে,
আজ মানুষের মনেই শুধু তরতাজা ব্যাধি-কালব্যাধি!
সব ব্যাধিরা পালাবে তুমি চলে এসো বাংলার বিলের ধারে।
মনখারাপের দিনে তুমি বসে থেকো না ঘরে,
আর-কিছু না হোক বন্ধু, আমার কথা একটু ভেবে
তোমার বাড়ির খোলা ছাদে পায়চারী কোরো খুশি মনে,
নীলআকাশের কোলে তোমার মন হঠাৎ ভালো হয়ে যাবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
মনখারাপের দিনে তুমি বসে থেকো না ঘরে,
আমার মতো একটু বাইরে বেরিয়ে এসো,
চেয়ে দেখো আকাশ কখনও মলিন হয় না,
তার খুব মনখারাপ হয়, তবুও সে যে কান্না ঝরিয়ে
পৃথিবীতে আবার ছড়িয়ে দেয় সোনালি-রোদের হাসি।
তোমার খুব মনখারাপ হলে আমার মতো চলে এসো
বাংলার কোনো এক প্রাচীন দিঘির পাড়ে,
দেখবে তুমি তোমার সঙ্গে কেমন সুন্দর করে মনখুলে হাসবে
শ্যাওলাজলের খলসে মাছগুলো। ওদের মনে কোনো হিংসা নাই!
তোমার খুব মনখারাপ হলে আমার মতো
ছুটে এসো বাংলার সবুজ মাঠের পাশে,
দেখবে সেখানে চিরকিশোর হাসিগুলো তোমায় দেখে
আহ্লাদে মাতোয়ারা হয়ে তোমাকে ভালোবাসার কথা বলবে।
পৃথিবীর সবখানে সবুজ-সুন্দর হাসি ছড়িয়ে রয়েছে,
আজ মানুষের মনেই শুধু তরতাজা ব্যাধি-কালব্যাধি!
সব ব্যাধিরা পালাবে তুমি চলে এসো বাংলার বিলের ধারে।
মনখারাপের দিনে তুমি বসে থেকো না ঘরে,
আর-কিছু না হোক বন্ধু, আমার কথা একটু ভেবে
তোমার বাড়ির খোলা ছাদে পায়চারী কোরো খুশি মনে,
নীলআকাশের কোলে তোমার মন হঠাৎ ভালো হয়ে যাবে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
২০/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ্যাম রাজ(শ্রী রাধাশ্যাম জানা) ২১/১২/২০১৭খুব ভালো
-
সন্দীপন পাল ২০/১২/২০১৭মনটা ভালো হয়ে গেছে
-
মনোবর ২০/১২/২০১৭ভালো লেগেছে।
-
শেখ ফাহিম ২০/১২/২০১৭ভালো লিখেছেন