মনের ইচ্ছে
মনের ইচ্ছে
সাইয়িদ রফিকুল হক
মনপবনের ইচ্ছে যদি
হতো একটা ঘুড়ি!
রঙধনুদের পাড়ায় গিয়ে
খেতাম রঙিন মুড়ি।
আকাশপানে ছুটে যেতাম
মেঘের বন্ধু হয়ে,
তখন কি আর থাকতাম বসে
দুষ্টলোকের কথা সয়ে!
মনপবনের ইচ্ছে যদি
হতো মনের মতো,
তাইলে নীরস জীবনটা যে
হতো সুখের কত!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
মনপবনের ইচ্ছে যদি
হতো একটা ঘুড়ি!
রঙধনুদের পাড়ায় গিয়ে
খেতাম রঙিন মুড়ি।
আকাশপানে ছুটে যেতাম
মেঘের বন্ধু হয়ে,
তখন কি আর থাকতাম বসে
দুষ্টলোকের কথা সয়ে!
মনপবনের ইচ্ছে যদি
হতো মনের মতো,
তাইলে নীরস জীবনটা যে
হতো সুখের কত!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৯/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মনোবর ২০/১২/২০১৭চমৎকার!
-
শেখ ফাহিম ২০/১২/২০১৭আহা জীবন!
আহারে জীবন! -
অর্ক রায়হান ২০/১২/২০১৭বেশ ভালো লাগলো শ্রদ্ধেয় কবি। শুভেচ্ছা।
-
মধু মঙ্গল সিনহা ২০/১২/২০১৭সুন্দর...