দুঃখগুলোকে চিনতে পারলে
দুঃখগুলোকে চিনতে পারলে
সাইয়িদ রফিকুল হক
দুঃখগুলোকে একটু চিনতে পারলে
তবুও কষ্ট কমতো খানিকটা!
কতরকমের দুঃখ যে এখন ভিড় করেছে
আমাদের এই ছন্নছাড়া জীবনের চারপাশে।
দুঃখগুলোকে একটু-একটু করে
এখন চেনার চেষ্টা করছি,
একবার দুঃখগুলোকে চিনতে পারলে
প্রতিদিন তাদের সাথে বন্ধুত্ব করবো,
আর এভাবেই একদিন নিজের সমগ্র
জীবনে দুঃখগুলোকে বন্ধু বানিয়ে ফেলবো!
দুঃখযন্ত্রণায় এখন ঘুমাতে পারি না,
দুঃখ বেশি হলে বেড়ে যায় কষ্ট,
কত অভিশাপ দিয়েছি এই উলঙ্গ দুঃখকে,
তবুও এগুলো আমার পিছ ছাড়ছে না,
এবার দেখি ওদের শত্রু থেকে একটু বন্ধু বানিয়ে!
ভালোবেসে দুঃখগুলোকে একটু কমাতে পারলে
জীবনের সব কষ্ট কমে যাবে একনিমিষে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
সাইয়িদ রফিকুল হক
দুঃখগুলোকে একটু চিনতে পারলে
তবুও কষ্ট কমতো খানিকটা!
কতরকমের দুঃখ যে এখন ভিড় করেছে
আমাদের এই ছন্নছাড়া জীবনের চারপাশে।
দুঃখগুলোকে একটু-একটু করে
এখন চেনার চেষ্টা করছি,
একবার দুঃখগুলোকে চিনতে পারলে
প্রতিদিন তাদের সাথে বন্ধুত্ব করবো,
আর এভাবেই একদিন নিজের সমগ্র
জীবনে দুঃখগুলোকে বন্ধু বানিয়ে ফেলবো!
দুঃখযন্ত্রণায় এখন ঘুমাতে পারি না,
দুঃখ বেশি হলে বেড়ে যায় কষ্ট,
কত অভিশাপ দিয়েছি এই উলঙ্গ দুঃখকে,
তবুও এগুলো আমার পিছ ছাড়ছে না,
এবার দেখি ওদের শত্রু থেকে একটু বন্ধু বানিয়ে!
ভালোবেসে দুঃখগুলোকে একটু কমাতে পারলে
জীবনের সব কষ্ট কমে যাবে একনিমিষে!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সফিউল্লাহ আনসারী ১৯/১২/২০১৭কষ্ট কমুক এবার...।
-
সাঁঝের তারা ১৯/১২/২০১৭অপূর্ব
-
মধু মঙ্গল সিনহা ১৯/১২/২০১৭খুব ভালো লাগলো...
-
আরিফ নীরদ ১৮/১২/২০১৭অসাধারন!!!