চোখের জলে ভরলো খাল
চোখের জলে ভরলো খাল
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভরলো খাল,
কোথায় পাবো বাঁচার হাল?
সবখানে যে জলের ধারা,
নাইতো কিছু দুঃখ ছাড়া!
নেশার ভয়ে হইনি মাতাল,
তবুও কাঁপে আকাশ-পাতাল!
জীবনক্ষেতে দেখছি শুধু খরা,
ভাগ্যসাগর দুঃখে ভরা!
চোখের জলে ভরলো খাল,
কাটবে কবে এই দুঃখকাল?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
চোখের জলে ভরলো খাল,
কোথায় পাবো বাঁচার হাল?
সবখানে যে জলের ধারা,
নাইতো কিছু দুঃখ ছাড়া!
নেশার ভয়ে হইনি মাতাল,
তবুও কাঁপে আকাশ-পাতাল!
জীবনক্ষেতে দেখছি শুধু খরা,
ভাগ্যসাগর দুঃখে ভরা!
চোখের জলে ভরলো খাল,
কাটবে কবে এই দুঃখকাল?
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১৬/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইদুর রহমান ১৭/১২/২০১৭ভালো লাগলো।
-
মধু মঙ্গল সিনহা ১৭/১২/২০১৭অসম্ভব সুন্দর কবিতা...
-
শ.ম. শহীদ ১৬/১২/২০১৭অপূর্ব।