কষ্ট-শোধনাগার
কষ্ট-শোধনাগার
সাইয়িদ রফিকুল হক
কষ্ট বেচার বুদ্ধি আছে
বলতে পারো কেহ?
কষ্টগুলো কুরে-কুরে
খাচ্ছে সবার দেহ।
কষ্ট বেচে ধনী হবো
নয়তো এমন জ্ঞান,
কষ্ট-নামের আবর্জনা
ভাঙ্গছে সবার ধ্যান।
কষ্টগুলো হতো যদি
এমন কোনো ফল,
তাইলে সবার কষ্ট খেয়ে
বাড়তো মনোবল।
কষ্ট এখন শুধুই জ্বালা
হৃদয়জুড়ে বিষ,
সুখের ঘরে দিচ্ছে হানা
কষ্ট অহর্নিশ।
কষ্ট-নাগের ছোবল খেয়ে
মরবি কত আর?
তারচে ভালো সবাই গড়ো
কষ্ট-শোধন’গার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
কষ্ট বেচার বুদ্ধি আছে
বলতে পারো কেহ?
কষ্টগুলো কুরে-কুরে
খাচ্ছে সবার দেহ।
কষ্ট বেচে ধনী হবো
নয়তো এমন জ্ঞান,
কষ্ট-নামের আবর্জনা
ভাঙ্গছে সবার ধ্যান।
কষ্টগুলো হতো যদি
এমন কোনো ফল,
তাইলে সবার কষ্ট খেয়ে
বাড়তো মনোবল।
কষ্ট এখন শুধুই জ্বালা
হৃদয়জুড়ে বিষ,
সুখের ঘরে দিচ্ছে হানা
কষ্ট অহর্নিশ।
কষ্ট-নাগের ছোবল খেয়ে
মরবি কত আর?
তারচে ভালো সবাই গড়ো
কষ্ট-শোধন’গার।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১২/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ১৩/১২/২০১৭
-
আলম সারওয়ার ১৩/১২/২০১৭অসাধারণ একটি কবিতা
খুবই ভালো লাগে আমার -
মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭সুন্দর প্রকাশ।
-
তরীকুল ইসলাম সৈকত ১২/১২/২০১৭দারুন!!!
আনন্দ দিলে.....
শোধরিয়ে যাক সবাই দিলে.. দিলে..