মনটা যদি
মনটা যদি
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি ফুটতো রে ভাই
গোলাপফুলের মতো,
বিশ্বজুড়ে তাইলে আমরা
সুবাস পেতাম কত!
ফুলের মতো হৃদয়টা কি
এখন সবার আছে?
সুবাসরঙে রঙিন হয়ে
এসো সবার কাছে?
ফুলকলিরা ফুটছে কত
সোনার মানুষ হয়ে!
হাসিমুখে ঝরছে তারা
সবার আঘাত সয়ে।
এমন সুন্দর মানুষ কবে
আসবে ধরাধামে,
ফুলের মতো ফুটবে সবাই
ডাকবে মানুষ-নামে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
মনটা যদি ফুটতো রে ভাই
গোলাপফুলের মতো,
বিশ্বজুড়ে তাইলে আমরা
সুবাস পেতাম কত!
ফুলের মতো হৃদয়টা কি
এখন সবার আছে?
সুবাসরঙে রঙিন হয়ে
এসো সবার কাছে?
ফুলকলিরা ফুটছে কত
সোনার মানুষ হয়ে!
হাসিমুখে ঝরছে তারা
সবার আঘাত সয়ে।
এমন সুন্দর মানুষ কবে
আসবে ধরাধামে,
ফুলের মতো ফুটবে সবাই
ডাকবে মানুষ-নামে।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১১/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১২/১২/২০১৭বেশ সুন্দর লেখা।
-
সুজয় সরকার ১২/১২/২০১৭আশায় বেঁচে থাকা
-
মীর মুহাম্মাদ আলী ১১/১২/২০১৭সুন্দর পদ্য।
-
হুসাইন দিলাওয়ার ১১/১২/২০১৭সুন্দর কবিতা,,,,