www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

মনের আলো

মনের আলো
সাইয়িদ রফিকুল হক

চোখের আলো নিভে গেছে
জ্বালিয়ে নাও মনের আলো,
দিবালোকের ন্যায় তুমি
চিনতে পারবে আঁধার-কালো।
বিশ্বভুবন ভরে আছে
এখন দেখি মিথ্যা-পাপে,
মনের আলো জ্বালিয়ে দাও
নইলে মরবে অভিশাপে!
ভূতের মতো মানুষগুলো
চলছে এখন হেসে-খেলে,
এদের একটু চিনতে হলে
উড়ো মনের ডানা মেলে।
চোখ দুটোকে সজীব করে
জ্বালিয়ে দাও মনের আলো,
দেখবে তুমি একনিমিষে
চিনতে পারবে শুধু ভালো।


সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/১২/২০১৭
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ৪৮৮ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১০/১২/২০১৭

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast