মনের আলো
মনের আলো
সাইয়িদ রফিকুল হক
চোখের আলো নিভে গেছে
জ্বালিয়ে নাও মনের আলো,
দিবালোকের ন্যায় তুমি
চিনতে পারবে আঁধার-কালো।
বিশ্বভুবন ভরে আছে
এখন দেখি মিথ্যা-পাপে,
মনের আলো জ্বালিয়ে দাও
নইলে মরবে অভিশাপে!
ভূতের মতো মানুষগুলো
চলছে এখন হেসে-খেলে,
এদের একটু চিনতে হলে
উড়ো মনের ডানা মেলে।
চোখ দুটোকে সজীব করে
জ্বালিয়ে দাও মনের আলো,
দেখবে তুমি একনিমিষে
চিনতে পারবে শুধু ভালো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
চোখের আলো নিভে গেছে
জ্বালিয়ে নাও মনের আলো,
দিবালোকের ন্যায় তুমি
চিনতে পারবে আঁধার-কালো।
বিশ্বভুবন ভরে আছে
এখন দেখি মিথ্যা-পাপে,
মনের আলো জ্বালিয়ে দাও
নইলে মরবে অভিশাপে!
ভূতের মতো মানুষগুলো
চলছে এখন হেসে-খেলে,
এদের একটু চিনতে হলে
উড়ো মনের ডানা মেলে।
চোখ দুটোকে সজীব করে
জ্বালিয়ে দাও মনের আলো,
দেখবে তুমি একনিমিষে
চিনতে পারবে শুধু ভালো।
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
১০/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৫/১২/২০১৭খুব সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ১১/১২/২০১৭অপূর্ব!