পাপের ফল
পাপের ফল
সাইয়িদ রফিকুল হক
পাপ করবে তুমি
আর তাতে বিষ খাবো আমি!
জগতে চলছে এখন
খুব ভালো বিচার,
ঘুষ খাবে তুমি
তবু বলা যাবে না অনাচার!
বিষ ঝরে তোমার মুখে,
তবু তোমায় জড়িয়ে ধরতে হবে বুকে!
মানুষখুন করছো তুমি রোজ-রোজ,
নেওয়া যাবে নাকো তবু তোমার
অপরাধের কোনো খোঁজ!
পাপ করবে তুমি
আর তার ফল ভোগ করবো আমি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
পাপ করবে তুমি
আর তাতে বিষ খাবো আমি!
জগতে চলছে এখন
খুব ভালো বিচার,
ঘুষ খাবে তুমি
তবু বলা যাবে না অনাচার!
বিষ ঝরে তোমার মুখে,
তবু তোমায় জড়িয়ে ধরতে হবে বুকে!
মানুষখুন করছো তুমি রোজ-রোজ,
নেওয়া যাবে নাকো তবু তোমার
অপরাধের কোনো খোঁজ!
পাপ করবে তুমি
আর তার ফল ভোগ করবো আমি!
সাইয়িদ রফিকুল হক
মিরপুর, ঢাকা, বাংলাদেশ।
০৭/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ০৯/১২/২০১৭valo laglo
-
আলম সারওয়ার ০৮/১২/২০১৭খুবই ভালো লাগে আমার ।শুভেচ্ছা জানবেন।
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০৮/১২/২০১৭বাস্ততব প্রেক্ষাপট। ধন্যবাদ কবি--