কষ্টশোধনের মেশিন
কষ্টশোধনের মেশিন
সাইয়িদ রফিকুল হক
কষ্টশোধনের মেশিন আছে নাকি মেশিন?
কষ্ট জমেছে বুকের পাঁজরায়,
কষ্টগুলো সারাটি দিন কেমন করে
যেন শুধু কামড়ায় আর কামড়ায়!
কষ্টশোধনের মেশিন হবে একটা মেশিন?
ধুয়ে ফেলতাম কষ্টভরা বুকের বেসিন।
এই দুনিয়ায় কত মেশিন তোমরা করলে বাহির!
কষ্টশোধনের ওই মেশিন বানিয়ে হও না কেউ বীর।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৫/১২/২০১৭
সাইয়িদ রফিকুল হক
কষ্টশোধনের মেশিন আছে নাকি মেশিন?
কষ্ট জমেছে বুকের পাঁজরায়,
কষ্টগুলো সারাটি দিন কেমন করে
যেন শুধু কামড়ায় আর কামড়ায়!
কষ্টশোধনের মেশিন হবে একটা মেশিন?
ধুয়ে ফেলতাম কষ্টভরা বুকের বেসিন।
এই দুনিয়ায় কত মেশিন তোমরা করলে বাহির!
কষ্টশোধনের ওই মেশিন বানিয়ে হও না কেউ বীর।
সাইয়িদ রফিকুল হক
পূর্বরাজাবাজার, ঢাকা,
বাংলাদেশ।
০৫/১২/২০১৭
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/১২/২০১৭এরকম একটা মেশিনের প্রয়োজন ছিলো..
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/১২/২০১৭সুন্দর